আজকাল ওয়েবডেস্ক: পৃথক পৃথক অভিযানে কোটি টাকার সোনা এবং নগদ বাজেয়াপ্ত করেছে ভোপালে আয়কর বিভাগ এবং লোকায়ুক্ত পুলিশ। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের এক জঙ্গলে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দফতর। উদ্ধার হয়েছে ৫২ কেজি সোনাও।
গোপন সূত্রে খবর পেয়ে মেন্ডোরির জঙ্গলে তল্লাশি চালায় আয়কর বিভাগ। সেখানেই নজরে আসে পরিত্যক্ত গাড়িটি। সেটির ভিতরেই নজরে আসে টাকার স্তূপ। উদ্ধার হয় প্রায় ১০ কোটি টাকা। বাজেয়াপ্ত করা হয় ৫২ কেজি সোনা। যার বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা।
পুলিশ সূত্রে খবর, পরিত্যক্ত গাড়িটি গোয়ালিয়রের বাসিন্দা চেতন গৌড় এবং তাঁর সঙ্গী সৌরভ শর্মা। যিনি আরটিও অফিসের কনস্টেবলও ছিলেন। সৌরভ এবং বেশ কয়েকজন প্রোমোটার ইতিমধ্যেই তদন্তের আওতায় রয়েছেন। লোকায়ুক্ত দল বৃহস্পতিবার ভোপালের আরেরা কলোনিতে সৌরভের বাড়িতে হানা দেয়। অভিযানে কর্মকর্তারা এক কোটিরও বেশি নগদ, সোনাদানা এবং সম্পত্তির কাগজপত্র খুঁজে পেয়েছেন।
গত দু’দিন ধরে ভোপালের বিভিন্ন জায়গায় আয়কর দফতর এবং লোকায়ুক্ত পুলিশ যৌথ ভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। এর আগে ভোপাল এবং ইনদওরের একটি ইমারতি সংস্থার ৫১টি ঠিকানায় তল্লাশি চালায় আয়কর দফতর।
