আজকাল ওয়েবডেস্ক: ভারি বৃষ্টিতে বহুতল ভবন ধসে পড়ে ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে। ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে চারজন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ২৮ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। জোরকদমে উদ্ধারকাজ চলছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে লখনউয়ের ট্রান্সপোর্ট নগরে। লখনউ পুলিশ কমিশনার জানিয়েছেন, আচমকা ধসে পড়েছে একটি চারতলা ভবন। ধ্বংসস্তূপ থেকে চারটি মৃতদেহ এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। বহু মানুষ এখনও আটকে আছেন। মৃতের সংখ্যা বাড়তে পারার আশঙ্কা রয়েছে।
পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, চারতলা ভবনটি গোডাউন হিসেবে ব্যবহার করা হত। বিকেল পাঁচটা নাগাদ আচমকা সেটি ধসে পড়ে। ভবনের পাশেই একটি ট্রাক রাখা ছিল। ধসে সেই ট্রাকটিও চাপা পড়েছে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুলিশ। উদ্ধারকাজ এখনও চলছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একাধিক মানুষের শারীরিক অবস্থা সঙ্কটজনক। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। উদ্ধারকাজে নজর রাখছেন যোগী আদিত্যনাথ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। কীভাবে ভবনটি ভেঙে পড়ল, তা ঘিরেও তদন্ত চলছে।
