আজকাল ওয়েবডেস্ক: বদলাপুরের দুই নার্সারি পড়ুয়ার যৌন নির্যাতনের ঘটনায় শনিবার প্রতিবাদে গর্জ উঠেছিল মহারাষ্ট্র। পথে নেমে আন্দোলনে সামিল হয়েছিলেন শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউতরা। সেইদিনই গণধর্ষণের শিকার হল ১৫ বছরের এক কিশোরী। গণধর্ষণের অভিযোগে রবিবার সকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও অধরা মূল অভিযুক্ত। ভর সন্ধেয় বাড়ি থেকে বেরোনোর পরেই ভয়াবহ ঘটনাটির শিকার হয় কিশোরী। 

 

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধেয় গণধর্ষণের ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ধারাশিবে। ওই সময় একটি মুদির দোকানে জিনিসপত্র কিনত যাচ্ছিল কিশোরী। মূল অভিযুক্ত ২৫ বছরের যুবকের সঙ্গে আগেই পরিচয় ছিল কিশোরীর। পথে দেখা হতেই তাকে বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানায়। যুবকের সঙ্গে তার বাড়িতেও যায় কিশোরী। সেখানে উপস্থিত ছিল মূল অভিযুক্তের আরও চারজন বন্ধু। খানিকক্ষণ গল্প করার পরেই তার শ্লীলতাহানি করে। 

 

প্রথম মূল অভিযুক্ত তাকে প্রকাশ্যে ধর্ষণ করে। এরপর তার বন্ধুরাও যৌন নির্যাতন করে তাকে। রাতেই ঘটনাস্থল ছেড়ে কোনওমতে বাড়িতে পালিয়ে আসে। পরিবারকে ঘটনাটি জানায়। গতকাল রাতেই থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। রবিবার সকাল থেকে তল্লাশি শুরুর পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে শনিবার রাত থেকে পলাতক মূল অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত জারি রয়েছে।