আজকাল ওয়েবডেস্ক: অমরনাথ যাওয়ার পথে ঘটে গেল বড় দুর্ঘটনা। বাস দুর্ঘটনায় আহত অন্তত ৩৬ জন পুণ্যার্থী। তবে কারও আঘাত গুরুতর নয়। শনিবার সকালে পুণ্যার্থীদের একটি দল কয়েকটি বাসে জম্মুর ভগবতী নগর থেকে অমরনাথের উদ্দেশে রওনা দিয়েছিল। কড়া নিরাপত্তায় জম্মু–শ্রীনগর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল বেশ কয়েকটি বাসের একটি কনভয়। পুণ্যার্থীদের প্রাতরাশ করানোর জন্য রামবন জেলার চান্দেরকূটের কাছে বাসগুলি দাঁড়ানোর কথা ছিল। সেই সময় কনভয়ের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসে ধাক্কা মারে। এই ভাবে পর পর পাঁচটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। চোট–আঘাত পান ওই বাসগুলিতে থাকা পুণ্যার্থীরা।
 
 পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাস থেকে নামিয়ে যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। তবে তিন–চার জনের আঘাত একটু বেশি। ওই যাত্রীরা রামবন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে যান পুলিশ–প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকরা।
 
 পুলিশ জানিয়েছে, বাসগুলি জম্মু–শ্রীনগর জাতীয় সড়ক ধরে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে যাচ্ছিল। সেখান থেকে পুণ্যার্থীরা হাঁটা পথে যেতেন অমরনাথ গুহায়। কিন্তু যাত্রাপথেই ঘটে গেল দুর্ঘটনা। প্রসঙ্গত, আগামী ১৯ আগস্ট পর্যন্ত চলবে অমরনাথ তীর্থযাত্রা। 
