আজকাল ওয়েবডেস্ক: একটি, দু'টি নয়, পরপর ৩২টি বিমানে বোমা বিস্ফোরণের হুমকি। তাও আবার ২৪ ঘণ্টার মধ্যে। যা ঘিরে দেশ, এমনকী বিদেশের মাটিতেও একাধিক বিমানবন্দরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত বিমানের যাত্রীরাও। মাঝ আকাশে বোমা হামলার হুমকি ঘিরে নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধুমাত্র শনিবারেই দেশের একাধিক বিমান সংস্থার মোট ৩২টি বিমানে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, আকাসা এয়ার, ভিস্তারা, স্পাইসজেট, স্টার এয়ার, অ্যালায়েন্স এয়ারের মোট ৩২টি বিমানে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। যার মধ্যে একটি মাত্র বিমান ঘুরপথে অবতরণ করেছে। বাকিগুলো সুনির্দিষ্ট বিমানবন্দরেই অবতরণ করেছে। 

 

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বোমা হামলার হুমকির কারণে বিমানগুলোতে খুঁটিয়ে খুঁটিয়ে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু কোনও বোমার হদিশ মেলেনি। প্রতিটি হুমকিই ভুয়ো। বিশেষত সমাজ মাধ্যমে, ইমেল মারফত হুমকি পাওয়া গিয়েছে। পরপর এই কাণ্ডে শনিবার বিমান মন্ত্রকের দপ্তরে বিমান সংস্থাগুলির সিইওদের সঙ্গে বৈঠক হয়। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিষয়টি ঘিরে জোরদার আলোচনাও হয়েছে। 

 

প্রসঙ্গত, বিমানে বোমা বিস্ফোরণের হুমকি কাণ্ডে ছত্তিশগড় থেকে ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধুমাত্র এই কিশোর ১৯টি বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছিল। জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ২৫ বছর বয়সি বিজনেস পার্টনারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা চলছিল। তাঁকে হুমকি দিতেই পরপর বিমানে বোমা বিস্ফোরণের হুমকি দেয় ওই কিশোর।