আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের বিজাপুর জেলায় রবিবার এক বড়সড় অভিযান চালিয়ে ৩১ নকশালবাদীকে কাবু করল পুলিশ। জানা গিয়েছে, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ৩১ নকশালবাদীর। তবে গুলির লড়াইয়ের মধ্যে মৃত্যু হয়েছে দুই নিরাপত্তাকর্মীর। আরও দুই পুলিশকর্মীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বস্তার রেঞ্জের পুলিশ ইনস্পেক্টর জেনারেল সুন্দররাজ পি জানিয়েছেন ‘ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কের জঙ্গলে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই হয়। একাধিক নিরাপত্তা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এদিন সফল হয় নকশাল বিরোধী অভিযান। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে’।
তিনি আরও জানান, মৃত দুই নিরাপত্তা কর্মীর মধ্যে একজন রাজ্যের জেলা রিজার্ভ গার্ডের এবং অপরজন স্পেশাল টাস্ক ফোর্সের সদস্য ছিলেন। আহত দুই জওয়ান বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাদের এয়ারলিফ্ট করা হচ্ছে। সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে ছত্তিশগড়ে মোট ৮১ জন নকশাল নিহত হয়েছে। যার মধ্যে ৬৫ জনের মৃত্যু হয়েছে বস্তার বিভাগের বিভিন্ন জেলায় পুলিশের নকশালবিরোধী অভিযান চলাকালীন। প্রসঙ্গত, গত বছর ছত্তিশগড়ে বিভিন্ন অভিযানে মোট ২১৯ জন নকশালের মৃত্যু হয়েছিল নিরাপত্তা বাহিনীর অভিযানে।
