আজকাল ওয়েবডেস্ক: নোট, টাকা, আর সেখানে ছবি গান্ধীর বদলে অনুপম খেরের। ব্যবসায়ী বুঝতেও পারলেন না প্রতারিত হওয়ার সময়! অন্যদিকে প্রতারকরা বিপুল পরিমাণে সোনা কিনে দিল চম্পট। তার পরের ঘটনা? মাথায় হাত ব্যবসায়ীর। খোঁজ শুরু অভিযুক্তদের। তদন্তে নেমে পুলিশ যা জানতে পারল, তাতে হতবাক তারাও।
জানা যাচ্ছে কয়েকজন মিলে গান্ধীর বদলে অভিনেতার ছবি দেওয়া টাকা দিয়ে বিপুল পরিমাণের সোনা কিনে প্রতারণা করে ব্যবসায়ীকে। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ দমনের শাখা।
জানা গিয়েছে, ওই তিনজনের মধ্যে ৩২ বছরের দীপক রাজপুত এই গোটা পরিকল্পনার মাস্টারমাইন্ড। শুধু এই প্রতারণার ঘটনা নয়, সে আরও একাধিক প্রতারণার সঙ্গে জড়িত বলেও পুলিশ জানতে পেরেছে। তার নামে আমেদাবাদে এর আগেও আসল নোটের সঙ্গে নকল মিশিয়ে ৪০ কেজি সোনা কেনার প্রতারণার অভিযোগ উঠেছে।
এই ঘটনা প্রসঙ্গে তদন্তকারী পুলিশ জানিয়েছে, কেন অভিযুক্ত অনুপম খেরের ছবি ব্যবহার করেছিল টাকায়। তাঁর মতে, আসল নোট, নকল নোটের ঝক্কির বিষয়ে প্রতারকের মাথায় ছিল অভিনয় এবং নানা খাতে প্রপ হিসেবে ব্যবহৃত নোটের কথা।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় দীপক রাজপুতের সঙ্গেই নরেন্দ্র যাদব এবং কল্পেশ মেহতা নামের দুজনকেও চিহ্নিত করেছে পুলিশ। জাল নোট ছাপানো এবং ব্যাঙ্কের কাগজ সহ একাধিক বিষয়ে দায়িত্ব ছিল কল্পেশের উপর।
পুলিশ জানিয়েছে, প্রতারকরা ২৬টি নকল ৫০০ টাকার নোটের বান্ডিল দিয়েছিল সোনা কেনার জন্য। যার মোট ১.৩ কোটি বাজারমূল্য বলেছিল তারা। টাকা গুনতে বলে বাকি টাকা আনার প্রতিশ্রুতি দিয়ে প্রতারকরা বেরিয়ে গেলেও ধরা পড়ে জাল নোটের বিষয়টি।
