আজকাল ওয়েবডেস্ক: গ্রামের মধ্যে হাতির দলের তাণ্ডব। ভয়ে, আতঙ্কে একজোট গ্রামবাসীরা। রাতে খাওয়াদাওয়া করে আতঙ্কে একসঙ্গে শুতে গিয়েছিল তিন ভাইবোন। মেঝেতে বিছানা পেতে ঘুমিয়ে পড়লেও, মাঝরাতে ঘটল বিপত্তি। সাপের কামড়ে একসঙ্গে প্রাণ হারাল তিন ভাইবোন। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া ঝাড়খণ্ডের গ্রামে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে গারওয়া জেলার ছাপকালি গ্রামে। গ্রামবাসীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই গ্রামের মধ্যে হাতির তাণ্ডবে জেরবার সকলে। অনেকেই ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। প্রশাসনের তরফেও সকলকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। কেউ কেউ গ্রামের এক স্কুলে আশ্রয় নিয়েছেন। তবে সকলেই একজোট হয়ে রয়েছেন। একা থাকার সাহস আপাতত কারও নেই। এই পরিস্থিতিতে সাপের কামড়ে তিন নাবালকের মৃত্যু হল। 

 

গ্রামবাসীরা পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে একসঙ্গে তিন ভাইবোন ঘুমাতে গিয়েছিল। মেঝেতে বিছানা পেতে পাশাপাশি শুয়েছিল তিনজনে। মাঝরাতে ঘরের মধ্যে সাপ ঢুকে পড়ে। পরপর তিনজনকে কামড়ে পালিয়ে যায়। তারা ছটফট করতেই তাদেরকে গুনিনের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনকে মৃত বলে ঘোষণা করা হয়। আরেকজনকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম।