আজকাল ওয়েবডেস্ক: ঠাকুর দেখতে বেরিয়ে যৌন লালসার লিকার দুই দলিত বালিকা। তাদের গণধর্ষণের অভিযোগ উঠেছে ছয়জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে তোলপাড় গোটা ঝাড়খণ্ড। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত চালাচ্ছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পালামৌতে। পুলিশ জানিয়েছে, দুর্গাপুজো চলাকালীন ১১ অক্টোবর দুই বান্ধবী একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল। মেলা থেকে বাড়ি ফেরার পথেই গণধর্ষণের শিকার হয় তারা। প্রথমে বিষয়টি নিজেদের মধ্যে আলোচনা করে মেটানোর চেষ্টা করা হয়েছিল। পরে থানায় এসে অভিযোগ জানায় দুই বালিকা। 

 

নির্যাতিতারা পুলিশকে জানিয়েছে, ওইদিন মেলা থেকে বাড়ি ফেরার পথে ছয়জন তাদের পথ আটকে দাঁড়ায়। এরপর দুইজনকেই গণধর্ষণ করে তারা। কোনও মতে বাড়িতে পালিয়ে আসে। এসেই পরিবারকে জানায়। কিন্তু তারপর পঞ্চায়েতের মধ্যে আলোচনা করে ঘটনার মীমাংসা করার চেষ্টা করেন কয়েকজন। কোনও সুরাহা না হওয়ায় পরিবারকে নিয়ে থানায় অভিযোগ জানাতে যায় তারা। 

 

পুলিশ জানিয়েছে, নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে ছয় অভিযুক্তের মধ্যে চারজনকে তারা গ্রেপ্তার করেছে। এখনও অধরা দুইজন অভিযুক্ত। ধৃতদের মধ্যে একজন ওই গ্রাম প্রধানের ছেলে। তদন্ত এখনও জারি রয়েছে।