আজকাল ওয়েবডেস্ক: আম আদমি পার্টির দুঃসময় যেন কিছুতেই কাটছে না। চলতি বছর ফেরব্রুয়ারিতে বিজেপির কাছে গোহারা হেরেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। এরপর দিল্লি পুরভোটেও পর্যদুস্ত হয়েছে ঝাড়ু প্রতীকের দলটি। এবার আপ থেকে ইস্তফা দিলেন দিল্লির ১৩ জন কাউন্সিলর। বিদ্রোহী নেতাদের মধ্যে রয়েছেন দিল্লি পুরনিগমের আপ নেতা মুকেশ গোয়েল-ও।

শনিবার, মুকেশ গোয়েলের নেতৃত্বে কাউন্সিলররা 'ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি' নামে একটি নতুন দল ঘোষণা করেছেন। এই বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দিল্লি বিধানসভা নির্বাচনে, গোয়েল আদর্শ নগর থেকে আপ-এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন।  

গত পৌর নির্বাচনের আগে, এই পদত্যাগী নেতারা কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন। ২৫ বছর ধরে পৌর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকারী গোয়েল ২০২১ সালে কংগ্রেস থেকে আপ-এ যোগ দিয়েছিলেন।

পুরসভা নির্বাচনে জয়ের পর বিজেপি, দিল্লি পৌর কর্পোরেশনের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার কয়েকদিন পরেই এই ঘটনাটি ঘটেছে। আম আদমি পার্টি নির্বাচন বয়কট করেছিল।

এই বছরের শুরুতে বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের পর আপ অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত।

দলের অসন্তোষ নিরসনে, আপ মার্চ মাসে সাংগঠনিক রদবদল করে। প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজকে দিল্লি ইউনিটের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে পাঞ্জাবের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই রাজ্যে আগামী দুই বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গোপাল রাইকে আপ-এর গুজরাটের ইনচার্জ করা হয়েছে। আপ-এর জাতীয় সাধারণ সম্পাদক সন্দীপ পাঠককে ছত্তিশগড়ের বিশেষ ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।