উৎসবের আবহ শেষ হতেই হালকা শীতের আমেজ দেশের একাধিক রাজ্যে। অক্পটোবরের শুরু উত্তর ভারতের একাধিক রাজ্যের পাহাড়ি এলাকায় মরশুমের প্রথম তুষারপাত হয়েছিল। শীতের আমেজ আসতেই ভারতীয় রেলের তরফেও বড় ঘোষণা করা হল।
2
7
শীতের মরশুমে কুয়াশার দাপট থাকে রাজ্যে রাজ্যে। এই পরিস্থিতিতে দূরপাল্লার একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা করল ভারতীয় রেল। পাশাপাশি এও জানানো হল, আগামী তিন মাস এই ট্রেনগুলি বাতিল থাকবে।
3
7
প্রতি বছর কুয়াশার কারণে লোকাল ও দূরপাল্লার বহু ট্রেন বাতিল হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের। কবে থেকে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে, তা আগেভাগেই ঘোষণা করা হল। L
4
7
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, টানা তিন মাস একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। চলতি বছর পয়লা ডিসেম্বর থেকে আগামী বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই ট্রেনগুলি বাতিল থাকবে। এর মধ্যে রয়েছে জলন্ধর-দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস।
5
7
পয়লা ডিসেম্বর থেকে আগামী বছর পয়লা মার্চ পর্যন্ত বাতিল থাকবে শাহারানপুর-দিল্লি রুটের দূরপাল্লার ট্রেন। শাহারানপুর স্টেশনের উচ্চ পদস্থ আধিকারিক একে ত্যাগি জানিয়েছেন, এই স্টেশন থেকে কুয়াশার কারণে বহু ট্রেন বাতিল হয় প্রতিবছর। যাত্রীদের সুবিধার্থে অন্য ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে।
6
7
তিন মাস বাতিল থাকবে ১৬টি ট্রেন। সেগুলি হল, ১২২০৭ কাঠগোদাম -জম্মু এক্সপ্রেস, ১২২০৮ জম্মু- কাঠগোদাম এক্সপ্রেস, ১৪৬৮১ দিল্লি- জলন্ধর সিটি সুপারফাস্ট এক্সপ্রেস, ১৪৬৮২ জলন্ধর- দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস, ১২৩১৭ অমৃতসর - কলকাতা অকাল তখত এক্সপ্রেস, ১২৩১৮ কলকাতা - অমৃতসর অকাল তখত এক্সপ্রেস, ১২৩৫৭ অমৃতসর - কলকাতা দুর্গিয়ানা এক্সপ্রেস, ১২৩৫৮ কলকাতা - অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেস।