প্রাক্তনের কথা বা স্মৃতি হঠাৎ করে মনে আসা খুবই স্বাভাবিক বিষয়। অনেক সময় আমরা ভাবি সব ভুলে গেছি, কিন্তু হঠাৎই কোনও স্বপ্নে বা নির্দিষ্ট মুহূর্তে তাদের উপস্থিতি অনুভব করি। মনোবিজ্ঞান বলছে, এর পেছনে রয়েছে আমাদের মস্তিষ্ক ও আবেগের জটিল সম্পর্ক।
2
7
সম্পর্ক হারানোর শোক: ব্রেকআপ মানেই শুধু একজন মানুষকে হারানো নয়, বরং রুটিন, অভ্যাস, মজার কথা আর দৈনন্দিন সঙ্গ হারানোও।
3
7
ভালোবাসা বদলায় মস্তিষ্কের রসায়ন: প্রেমে পড়লে ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন নিঃসৃত হয়। এগুলো হারালে মস্তিষ্ক আবার সেই অনুভূতির খোঁজ করে।
4
7
অমীমাংসিত আবেগ: সম্পর্ক যদি সঠিকভাবে শেষ না হয় বা ‘ক্লোজার’ না পাওয়া যায়, তাহলে অপরাধবোধ, দুঃখ বা রাগ থেকে যায়।
5
7
অস্বাস্থ্যকর নির্ভরতা: অনেক সময় প্রাক্তনের সঙ্গে আমাদের পরিচয় এতটাই জড়িয়ে যায় যে, বিচ্ছেদের পর আমরা হারিয়ে যাই।
6
7
অভ্যাসের শক্তি: দীর্ঘদিন একসঙ্গে থাকার ফলে দৈনন্দিন ছোট ছোট অভ্যাস আমাদের মনে গেঁথে যায়। বিচ্ছেদের পরও সেগুলি মনে করিয়ে দেয় প্রাক্তনের কথা।
7
7
আত্মমর্যাদা ও আত্মপরিচয়ের টানাপোড়েন: সম্পর্ক ভেঙে গেলে অনেকেই নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তখন প্রাক্তনকে মনে করা মানে আসলে নিজেকে পুনরুদ্ধারের চেষ্টাও হতে পারে।