এরই মাঝে বলিপাড়ায় রটে গিয়েছে, করিশ্মা কাপুর নাকি স্বামী সঞ্জয়ের ৩০,০০০ কোটি টাকার সম্পত্তিতে ভাগ চাইছেন। তবে এই খবর রটে গেলেও, করিশ্মার তরফ থেকে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি।
2
5
করিশ্মা কাপুর ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন। কিন্তু তাঁদের সম্পর্ক শীঘ্রই টানাপোড়েনের মধ্যে পড়ে এবং ২০১৬ সালে তাঁদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়।
3
5
সেই সময়ে নানা গসিপ ম্যাগাজিন এবং ট্যাবলয়েডে তাঁদের সম্পর্ক নিয়ে অনেক খবর প্রকাশিত হয়, যা পরিবারকে বারবার অনাকাঙ্ক্ষিত আলোচনার মধ্যে ফেলে দেয়।
4
5
যখন করিশ্মা কাপুর এবং সঞ্জয় কাপুরের বিবাহবিচ্ছেদ ঘিরে বলিউড জুড়ে নানা গুঞ্জন ও জল্পনা শুরু হয়েছিল, তখন বোনের পাশে দাঁড়িয়ে মুখ খুলেছিলেন করিনা কাপুর। এই কঠিন সময়ে কীভাবে করিনা নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন, তা ফের উঠে এল পুরনো এক সাক্ষাৎকারে। সাক্ষাৎকারে করিনা বলেন, “মানুষ তো মুখ খুলবেই। কিন্তু এমন একটা সময়ে আমার দিদি ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল ওকে মানসিকভাবে সমর্থন করা। কারণ দিদি ওর জীবনের কঠিনতম অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছিল।”
5
5
করিনার কথায়, "এটা খুবই ব্যক্তিগত একটা বিষয়। করিশ্মা আমার দিদি হলেও এই বিষয়ে কথা বলতে চাই না। দিদির সিদ্ধান্তে আমি খুশি। কারণ, দিদি নিজের খুশিটাকে বেছে নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিল। আমি সেটাকে শ্রদ্ধা করি। অনেকেই অনেক জলঘোলা করেছেন এই বিষয়টা নিয়ে, কিন্তু সত্যিটা কেউ জানেন না।"