২১ বছরে দু'কোটি টাকার বেশি তহবিল তৈরি করতে আপনাকে এককালীন যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে তারই হিসাব এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে।
2
7
২,১৬,০৭,৬৯৭ টাকার অবসরকালীন তহবিল তৈরি করতে আপনার এককালীন কত পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে? যদি কোনও ব্যক্তি ৩৯ বছর বয়সে ২০,০০,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে তার অবসর গ্রহণের আগে পর্যন্ত সহজেই ২,১৬,০৭,৬৯৭ টাকার তহবিল তৈরি করা সম্ভব।
3
7
হিসাব দেখুন: বিনিয়োগকৃত পরিমাণ- ২০ লক্ষ টাকা। আনুমানিক রিটার্ন- ১,৯৬,০৭,৬৯৭ টাকা। মোট মূল্য- ২,১৬,০৭,৬৯৭ টাকা।
4
7
উপরের হিসাবে বার্ষিক ১২ শতাংশ হারে সুদের হার ধরা হয়েছে।
5
7
যদি আপনি একই পরিমাণ ২০ বছর ধরে বিনিয়োগ করেন? যদি একজন ব্যক্তি ২০ বছর ধরে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তারা অবসর গ্রহণ পর্যন্ত ১,৯২,৯২,৫৮৬ টাকার তহবিল অর্জন সম্ভব।
6
7
১.৯৩ কোটি টাকার তহবিলের হিসাব দেখুন: বিনিয়োগকৃত পরিমাণ- ২০ লক্ষ টাকা। আনুমানিক রিটার্ন- ১,৭২,৯২,৫৮৬ টাকা। মোট মূল্য: ১,৯২,৯২,৫৮৬ টাকা।
7
7
যদি বিনিয়োগকারী ১৩ শতামশ হারে রিটার্ন পান: বিনিয়োগকৃত পরিমাণ- ২০ লক্ষ টাকা। বার্ষিক রিটার্ন- ১৩ শতাংশ। সময়: ২০ বছর। আনুমানিক পরিমাণ: ২,১০,৪৬,১৭৬ টাকা। মোট মূল্য: ২,৩০,৪৬,১৭৬ টাকা। (মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারের ঝুঁকির উপর নির্ভর করে। যেকোনও বিনিয়োগ করার আগে আপনার পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করুন।)