1. তাঁর অধরা আর কিছু নেই। একসময়ে যা ধরেছেন, তাতেই সোনা ফলিয়েছেন। তিনি বিরাট কোহলি।
2
7
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটের মধ্যে এখন কেবল একটি ফরম্যাটেই তিনি খেলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেই সেই ফরম্যাট থেকে অবসর নিয়ে নেন। ইংল্যান্ড সফরের আগে টেস্ট ফরম্যাট থেকেও বিদায় নেন বিরাট কোহলি। কেবলমাত্র ওয়ানডে ফরম্যাটেই কেবল খেলছেন তিনি।
3
7
ওয়ানডে ফরম্যাটে আর কতদিন খেলবেন কোহলি? এই ফরম্যাট থেকেও হয়তো সন্ন্যাস নিয়ে নেবেন। কিন্তু বিরাট কোহলিকে নিয়ে যে খবর ভাসছে তা হল, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও তিনি সরে যাবেন। অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আর আইপিএল খেলতে দেখা যাবে না কোহলিকে।
4
7
আরসিবি-র হয়ে আইপিএল জেতা হয়ে গিয়েছে কোহলির। যদি আইপিএলকেও বিদায় জানান তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। একটি সংবাদমাধ্যমে এমনই খবর প্রচারিত হয়েছে।
5
7
রেভস্পোর্টসের সাংবাদিক রোহিত জুগলানের বক্তব্য দিয়ে একটি সংবাদমাধ্যম লিখেছে, বিরাট কোহলি সম্প্রতি একটি ব্র্যান্ডের সঙ্গে তাঁর চুক্তি নবীকরণ করেননি। সেই ব্র্যান্ডটি আবার আরসিবির সঙ্গেই যুক্ত। কোহলি তাঁর বিকল্প খুঁজতে বলেছেন। এমনটাই খবর।
6
7
আর এরপর থেকেই মনে করা হচ্ছে কোহলি হয়তো আইপিএলে না খেলার পরিকল্পনা শুরু করে দিয়েছেন। সেই কারণেই আরসিবি-র সঙ্গে যুক্ত কোনও ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করছেন না। নিজের চুক্তিও নবীকরণ করছেন না।
7
7
এই মাসেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোহলিকে খেলতে দেখা যাবে। ১৯ অক্টোবর পার্থের অপটাস স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ। কোহলিকে দেখার জন্য প্রতীক্ষায় সবাই।