দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতে থাকা দুই ম্যাচের সিরিজ থেকে বিসিসিআই-এর কাছে ছুটির আবেদন করেছেন ভারতের টেস্ট দলের অন্যতম সদস্য এবং তারকা ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদব। কারণ, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। তাঁর বিয়ের আগে আসুন চিনে নেওয়া যাক তাঁর হবু স্ত্রী বংশিকাকে।
2
9
কুলদীপে হবু স্ত্রী বংশিকার জন্ম লখনউয়ের শ্যামনগরে। তাঁর বাবা যোগেশ সিং ভারতীয় জীবন বিমা সংস্থা (এলআইসি)-য় কর্মরত। অস্ট্রেলিয়ায় মেলবোর্নে পড়াশোনা করেছেন বংশিকা। বর্তমানে তিনি লখনউয়ে এলআইসিতে কাজ করেন।
3
9
অনেক সেলিব্রিটি প্রেমের গল্পের মতো বংশিকা এবং কুলদীপের প্রেমের গল্প শৈশব থেকেই শুরু হয়েছিল। কানপুর থেকে শুরু তাঁদের বন্ধুত্ব ধীরে ধীরে বিশ্বাস এবং সময়ের উপর নির্মিত সম্পর্কে পরিণত হয়েছে।
4
9
২০২৫ সালের ৪ জুন লখনউয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে কুলদীপ এবং বংশিকার বাগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানে তাঁর সতীর্থ রিঙ্কু সিং-সহ পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। কুলদীপ ক্রিম রঙের বন্ধগলা স্যুটে পরেছিলেন। আর বংশিকা উজ্জ্বল কমলা রঙের লেহাঙ্গা পরে সবার নজর কেড়েছিলেন।
5
9
প্রাথমিকভাবে ২৯ জুন তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার কারণে আইপিএল নির্ধারিত তারিখের চেয়ে দেরিতে শেষ হয়। সেই কারণে ৩০ বছর বয়সী কুলদীপ তাঁর বিয়ের অনুষ্ঠান স্থগিত করেছিলেন।
6
9
সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরের শেষ সপ্তাহে কুলদীপ এবং বংশিকার বিবাহ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
7
9
বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, “কুলদীপের বিয়ে নভেম্বরের শেষ সপ্তাহে হওয়ার কথা। টিম ম্যানেজমেন্ট কখন তাঁর পরিষেবার প্রয়োজন তা মূল্যায়ন করবে এবং তাঁকে কত ছুটি দেওয়া হবে তা ঠিক করবে।”
8
9
কুলদীপ যাদবের হবু স্ত্রী বংশিকার আনুমানিক মোট সম্পদের পরিমাণ ৪০-৫০ লক্ষ টাকা। এলআইসির বেতন স্ল্যাব, বার্ষিক বৃদ্ধি, সুবিধা এবং মেয়াদের উপর ভিত্তি করে অনুমান। এলআইসি কর্মীরা সাধারণত একটি কাঠামোগত বেতন স্কেল, বীমা সুবিধা, বোনাস সিস্টেম এবং আবাসন ভাতা ভোগ করেন।
9
9
কুলদীপ যাদব টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে যাদব ২ ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি চার উইকেট নিয়েছেন।