অতর্কিতে হামলা ভেনেজুয়েলায়। তা নিয়ে চর্চা বিশ্বজুড়ে। এসবের মাঝেই, ফের অন্য তিন দেশকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের!
2
7
ভেনেজুয়েলায় ওয়াশিংটনের সামরিক অপারেশন অ্যাবসোলিউট রেজলভ শুরু করার পরেই অপহরণ এবং তারপরেই ভেনেজুয়েলা থেকে মার্কিন মুলুকে নিয়ে যাওয়া হয়েছে মাদুরোকে।
3
7
তবে অল্প সময়েই সাফ, ট্রাম্পের নজর কেবল ভেনেজুয়েলার উপরেই নয়। তালিকায় একে একে আরও তিন দেশ। তারমধ্যে কোনও দেশ আবার ভেনেজুয়েলার মিত্রদেশ নামেও পরিচিত।
4
7
মার্কিন প্রেসিডেন্টের নজরে এখন মেক্সিকো, কলম্বিয়া, কিউবা। ইতিমধ্যে কলম্বিয়ের রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো ওয়াশিংটনের পদক্ষেপকে ল্যাটিন আমেরিকার সার্বভৌমত্বের উপর আক্রমণ বলে উল্লেখ করেছিলেন।
5
7
তাঁর উদ্দেশেই ট্রাম্প বললেন, তিনিও মাদক তৈরি করে পাঠাচ্ছেন মার্কিন মুলুকে, এবং এই ব্যাপারে কাউকেই রেয়াত নয়।
6
7
মাদক পাচারের অভিযোগে ক্যারিবীয় অঞ্চলে ট্রাম্পের সামরিক মোতায়েনের তীব্র সমালোচক ছিলেন পেট্রো। মাদকবিরোধী কৌশলের অংশ হিসেবে, ট্রাম্প সম্প্রতি বলেছেন যে তিনি কলম্বিয়ার মাদক উৎপাদন পরীক্ষাগারে হামলার সম্ভাবনা উড়িয়ে দেবেন না।
7
7
মাদক সন্ত্রাস রুখতে, প্রয়োজনে মেক্সিকো, কলম্বিয়া, কিউবা অঞ্চলেও হামলা চালাতে যে তিনি পিছপা হবেন না, কথায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট,এ কাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর তেমনটাই।