১১ ডিসেম্বর, বৃহস্পতিবার, ভারতে আমেরিকার দূতাবাস একটি পোস্ট করে এক্স হ্যান্ডেলে। তাতে যা লেখা হয়েছে, তা নিয়েই চর্চা।
2
7
কী লেখা হয়েছে ওই পোস্টে? তাতে স্পষ্ট লেখা হয়েছে, এবার থেকে কেউ যদি স্রেফ সন্তান জন্মের জন্য আমেরিকার পর্যটন ভিসা চান, তাহলে তা দেওয়া হবে না।
3
7
বলা হয়েছে, কেউ যদি মনে করে থাকেন, প্রাথমিকভাবে আমেরিকায় গিয়ে সন্তানের জন্ম দেবেন এবং এবং সন্তান আমেরিকার নাগরিকত্ব পাবে, তাহলে সেইসব পর্যটকদের ভিসা-আবেদন বাতিল করা হবে।
4
7
তবে মার্কিন মুলুকে এতদিন পর্যন্ত এই নিয়ম ছিল-কেউ যদি আমেরিকায় জন্মগ্রহণ করে, তাহলে সে সে দেশের নাগরিকত্ব পাবে। কিন্তু ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেই ওই নিয়ম বাতিল করে দেওয়ার কথা বলেন। যদিও বিষয়টি এখনও সে দেশের শীর্ষ আদালতে বিচারাধীন।
5
7
যদিও ক্ষমতায় ফেরার পর থেকেই একের পর এক নয়া সিদ্ধান্ত নিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুরু করেছেন ট্রাম্প গোল্ড কার্ডও। এজন্যে দিতে হবে ১৫,০০০ ডলার। ভারতীয় মুদ্রায় যায় ১৮ লাখ ৩৪ হাজার ২২৭ টাকা।
6
7
ট্রাম্প গোল্ড কার্ড নিয়ে ইতিমধ্যে আমেরিকায় শোরগোল পড়ে গিয়েছে। অনেকে মনে করছেন ট্রাম্পের অভিবাসন নীতির একটি অন্য পথ তিনি খুঁজে বের করেছেন।
7
7
ট্রাম্প গোল্ড কার্ড অনেকটা গ্রিন কার্ডের মতোই হবে। অর্থাৎ টাকা দাও আমেরিকার নাগরিকত্ব পাও। এই বিষয়টি মাথায় রেখেই তৈরি করা হয়েছে ট্রাম্প গোল্ড কার্ড। তবে তার মাঝেই সামনে এল নাগরিকত্ব সংক্রান্ত আরও এক নির্দেশ।