রাতের পর্দায় ছায়া, নিঃশব্দে দরজার কড়ায় ঠকঠক শব্দ, আর সেই চেনা অজানা ভয়! হ্যালোউইনের মরসুমে ঘরে বসেই চাইলে ডুব দিতে পারেন রোমহর্ষক ভয়ের জগতে। ওটিটি প্ল্যাটফর্মে এখনই দেখা যাচ্ছে ভারতের কিছু সেরা হরর ছবি যেখানে লোকগাথা, মানসিক টানাপোড়েন আর অতিপ্রাকৃত শক্তি মিলে তৈরি হয়েছে ভয় আর কৌতূহলের নিখুঁত মিশেল।
2
8
মণিচিত্রতাঝু: ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা হরর। এই মনস্তাত্ত্বিক মালয়ালম ছবিতে এক মহিলার ভিতরে নাচিয়ে আত্মার উপস্থিতিই বদলে দেয় সবকিছু। দেখতে পাবেন জিও হটস্টার প্ল্যাটফর্মে।
3
8
তুম্বার: ১৯১৮ থেকে ১৯৪৭। টুম্ববাদের অন্ধকার গ্রামে লুকিয়ে এক প্রাচীন ভয়ের গল্প। এক পরিবারের লোভ, গুপ্তধনের খোঁজ আর ছায়ার মতো ভয়ঙ্কর এক অজানা শক্তি। সমালোচকদের মতে, এই ছবি এক কথায় মাস্টারপিস। হদিস পাবেন অ্যামাজন প্রাইম ভিডিওতে।
4
8
পিৎজা: ডেলিভারি দিতে গিয়ে ভয়ই পাবে ডেলিভারি বয়! তামিল এই থ্রিলারটিতে সময়ের ফাঁদে আটকে এক ভূতুড়ে বাড়ির রহস্য শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা। জিও হটস্টারে রমরমিয়ে সম্প্রচারিত হচ্ছে এই ছবি।
5
8
থার্টিন বি : নতুন বাড়ি, নতুন ভয়! তেলুগু এই ছবিতে এক দম্পতির জীবনে হঠাৎ শুরু হয় এক অলৌকিক খেলা! টিভির স্ক্রিনে যে গল্পটা চলছে, সেটাই নাকি তাদের নিজের জীবনের গল্প! জিও হটস্টার খুললেই পেয়ে যাবেন এই ছবি।
6
8
বুলবুল: লোকগাথা, প্রতিশোধ আর অতিপ্রাকৃত রূপান্তর! বাংলার পটভূমিতে তৈরি এই হরর ছবিতে ভয়ও আছে, কাব্যও আছে। তৃষ্ণা, রক্ত আর রহস্যের এই গল্প একবার দেখলে ভুলতে পারবেন না। দেখতে ইচ্ছে করলেই খুলে ফেলুন নেটফ্লিক্স।
7
8
রাজ: বিপাশা বসু আর ডিনো মোরিয়ার ওটিতে ছুটি কাটানোই হয়ে যায় ভয়াবহ অভিজ্ঞতা। প্রেম, বিশ্বাসঘাতকতা আর আত্মার প্রতিশোধ— ভারতীয় হরর ক্লাসিকের তালিকায় এখনো অটল ‘রাজ’। অ্যামাজন প্রাইম ভিডিওতে নিঃশব্দে ঢুকে পড়ুন এই ছবি দেখতে চাইলে।
8
8
মায়া: নায়নতারার অভিনয়ে তামিল এই নয়া-নোয়ার হরর ছবিতে দুটি গল্প মিশে তৈরি হয় এক ভয়ঙ্কর বাস্তবতা। ‘মায়া’ কেবল এক আত্মা নয়, এক অভিশাপ যে আপনার ঘুম কেড়ে নেবে! এই ছবি দেখে ভয় পেতে চাইলে ঢুকে পড়তে হবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।