বাড়ি থেকে বেরোতে বললেই কপালে ভাঁজ। বাইরে যে নাগাড়ে বৃষ্টি পড়েই চলেছে! এই ঝমঝম, তো ওই ঝিরঝির। লাগাতার ধারাপাতে রাস্তাঘাটেও জলে-কাদায় থইথই। তার মধ্যেও অফিস যেতে তিতিবিরক্ত জনতাকে একবার উইকেন্ড ট্রিপের কথা বলেই দেখুন না! কাকভেজা বাঙালিও নিমেষে একপায়ে খাড়া! আর হবে না-ই বা কেন? ছোট্ট ছুটি আর বেড়ানোর যুগলবন্দির নেশাটাই যে এমন! সেই সঙ্গে বর্ষা নিয়েও যে বাঙালির বরাবরই এক আলাদা রোম্যান্স!
2
6
বর্ষার সমুদ্র হোক বা পাহাড়, মেঘ-কুয়াশায়, অবিরাম বর্ষণে তার শরীর জুড়ে অন্য রকম এক মায়ার পরশ, সজীবতার ছোঁয়া। জঙ্গলের মাঝে বসে বৃষ্টি উপভোগ করতে চান? চারপাশ সবুজে সবুজ, ভিজে যাওয়া সোঁদা গন্ধে জারানো। বাড়ি কিংবা অফিসের জানলার বাইরে অঝোর বৃষ্টি দেখতে দেখতেই মন ছুট দেয় এদিক সেদিক। এদিকে ছুটি বলতে তো সপ্তাহ শেষের দুটো মাত্র দিন। তাতে কী! বেরিয়ে পড়লেই হল! কলকাতার আশপাশে বর্ষার উইকেন্ড ডেস্টিনেশন কম নাকি!
3
6
তাজপুর- বর্ষার সমুদ্রের অবিশ্রান্ত ঢেউ হাতছানি দিচ্ছে? দিঘা কিংবা মন্দারমণির ভিড়ভাট্টা, হট্টগোল, ক্লিশে স্বাদ এড়িয়ে বরং চলে যান তাজপুর। কলকাতা থেকে ১৭০ কিলোমিটার দূরে, সমুদ্র লাগোয়া এই ছোট্ট জনপদ তুলনামূলক ভাবে খানিকটা নির্জনতায় মোড়া। সৈকতে গা এলিয়ে আলসে ছুটি কাটুক কিংবা হোটেল-রিসর্টের বারান্দায় বসে কফির কাপ হাতে মেখে নিন বৃষ্টিফোঁটার ভিজে আরাম। সাগরপাড়ে হাঁটতে হাঁটতে লুকোচুরি চলুক বালিতে লুকিয়ে থাকা লাল কাঁকড়ার দলের সঙ্গে। বর্ষার সমুদ্রও ধরা দেবে অন্য রকম রূপে।
4
6
মাইথন- এ রাজ্যের কয়লাখনি এলাকায় ছোট্ট ছুটির এক মনোরম ঠিকানা হয়ে উঠতে পারে মাইথন। বরাকর নদীর উপরে এই ড্যাম ও রিজার্ভার এমনিতেই বড্ড সুন্দর। বর্ষায় সে সৌন্দর্য যেন বেড়ে যায় আরও বহুগুণ। তাকে ঘিরে থাকা পাহাড়ের সারি, শান্ত নির্জনতা, উল্টোনো চামচের মতো আকারের স্পুন আইল্যান্ডের সবুজ ছোঁয়া, কল্যাণেশ্বরী মন্দির- সব মিলিয়ে মাইথন এ সময়টায় এক অন্য রকম মুগ্ধতা ছড়িয়ে দেয়।
5
6
সোনাঝুরি- শান্তিনিকেতন তো গিয়েছেন বহুবারই। বর্ষার উইকেন্ডে বরং গন্তব্য হোক লাগোয়া সোনাঝুরি। শাল-পলাশের বন এখন বৃষ্টি মেখে সবুজ। জঙ্গলের বুক চিরে এদিক সেদিক চলে গিয়েছে লালমাটির রাস্তা। জলে-জঙ্গলে, সাঁওতাল গ্রামের মেঠো পথ ধরে আলসে ঘোরাঘুরি, কোপাই নদীর তীরে একটু একটু করে বিকেল গড়িয়ে আসা, হাটে টুকিটাকি কেনাকাটা, খাওয়াদাওয়া— তার স্বাদই যে আলাদা!
6
6
বকখালি- লাল কাঁকড়ার খোঁজে পাড়ি দিতে পারেন সমুদ্র লাগোয়া ছোট্ট ঠিকানা বকখালিতে। তুলনায় এখানে ভিড়ভাট্টা কম। বকখালি-হেনরি আইল্যান্ড-জম্বুদ্বীপের পথ ধরে প্রিয়জনের সঙ্গে বর্ষার লং ড্রাইভ মানেই মন জুড়ে প্রেমের পরশ। আবার নতুন করে!