এসবিআই টেকনোলজি অপরচুনিটি ফান্ড : এখানে সুদের হার প্রতি বছরে থাকবে ২০.৫১ শতাংশ করে। যদি ১০ বছর এখানে বিনিয়োগ করতে পারেন তাহলে কোটিপতি হওয়া থেকে কেউ আপনাকে রুখতে পারবে না। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন। মাসে ১২ হাজার ২৫০ টাকা করে বিনিয়োগ করলে সেখান থেকে আপনি পাবেন ৪৩ লক্ষ ৩২ হাজার ৩২ টাকা।
2
8
এসবিআই কন্ট্রা ফান্ড : এখানে সুদের হার রয়েছে ১৬.৪১ শতাংশ করে। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ১২ হাজার ২৫০ টাকা করে দিতে পারেন তাহলে আপনি পাবেন ৪১ লক্ষ ৪১ হাজার ৮৮৪ টাকা।
3
8
এসবিআই স্মল ক্যাপ ফান্ড : এখানে সুদের হার রয়েছে ১৯.৩৩ শতাংশ করে। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন। যদি মাসে ১২ হাজার ২৫০ টাকা করে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি পাবেন ৪০ লক্ষ ৬৫ হাজার ৩০৬ টাকা।
4
8
এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড : এখানে সুদের হার রয়েছে ১৮.২১ শতাংশ করে। আপনি এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ১২ হাজার ২৫০ টাকা করে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি পাবেন ৩৮ লক্ষ ২৬ হাজার ৯ টাকা।
5
8
এসবিআই হেল্থকেয়ার অপরচুনিটি ফান্ড : এখানে সুদের হার রয়েছে ১৮.০২ শতাংশ করে। এখানে ৫০০ টাকা করে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ১২ হাজার ২৫০ টাকা করে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি পাবেন ৩৭ লক্ষ ৯৩ হাজার ৫২৪ টাকা।
6
8
এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড : এখানে সুদের হার রয়েছে ১৬.২৪ শতাংশ করে। ৫০০ টাকা থেকে এখানে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ১২ হাজার ২৫০ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি হাতে পাবেন ৩৭ লক্ষ ২৯ হাজার ৬৫৩ টাকা।
7
8
এসবিআই পিএসইউ ফান্ড : এখানে সুদের হার রয়েছে ১১.০৫ শতাংশ। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ১২ হাজার ২৫০ টাকা করে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি হাতে পাবেন ৩৬ লক্ষ ৪০ হাজার ১৮৪ টাকা।
8
8
তবে একটা কথা মনে রাখবেন যেখানেই বিনিয়োগ করুন না কেন তার আগে সমস্ত তথ্য ভাল করে যাচাই করে নিয়ে তারপর বিনিয়োগ করবেন। যদি আপনি কোনও ক্ষতির সামনে পড়ে যান তাহলে তার দায় আজকাল ডট ইন নেবে না।