১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের পর বদলে গিয়েছিল ভারতীয় ক্রিকেটের ধারা। কিন্তু সেই জয়ের পর আমূল বদলে গিয়েছিল এক ভারতীয় ক্রিকেটারের জীবন। তিনি ক্রিকেটের বাইরে কিছু একটা করতে চেয়েছিলেন।
2
6
জানা যায়, সেই ‘কিছু একটা’ করতে গিয়ে বিশ্বকাপজয়ী ক্রিকেটার প্রেমে পড়েছিলেন এক বাঙালি অভিনেত্রীর। যদিও সেই প্রেম পরিণতি পায়নি, তবে তখন সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছিল খুব।
3
6
সেই বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন সন্দীপ পাতিল এবং বাঙালি অভিনেত্রী ছিলেন দেবশ্রী রায়। জানা যায়, ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে অনেকটাই এগিয়েছিলেন দেবশ্রী।
4
6
বিশ্বকাপ জয়ের পরে অন্য কিছু করতে গিয়ে ব্যক্তিগত জীবনে সমস্যায় পড়েন সন্দীপ। জানা যায়, বলিউডে ‘কভি আজনবি থে’ সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয় সন্দীপকে। তিনি পুনম ঢিলোঁ এবং দেবশ্রী রায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন।
5
6
তখন থেকেই কথাবার্তা শুরু হয় দু’জনের মধ্যে। সিনেমা বক্স অফিসে খুব একটা না চললেও দেবশ্রীর সঙ্গে ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়েছিলেন সন্দীপ পাতিল। জানা যায়, চোটের কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরেও যাননি তিনি।
6
6
বিবাহিত হওয়া সত্ত্বেও সন্দীপ প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন দেবশ্রীর। কিন্তু সেকথা বেশিদিন চাপা থাকেনি। ছড়িয়ে পড়তেই সন্দীপের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। তবে পরে কেউই এই নিয়ে মুখ খোলেননি কোনওদিন।