ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রবি দুবে সম্প্রতি এক পুরনো স্মৃতি ভাগ করে নিলেন, যা ঘিরে শুরু হয়েছে নেটপাড়ার চর্চা। জি ফাইভের ওয়েব সিরিজ 'জামাই রাজা ২.০'-তে সহ-অভিনেত্রী নিয়া শর্মার সঙ্গে একটি রোমান্টিক চুম্বনের দৃশ্যের শুট করার আগে তিনি অনুমতি নিয়েছিলেন স্ত্রী সারগুন মেহতা এবং তাঁর শ্বশুর-শাশুড়ির কাছ থেকে।
2
6
রবি এক সাক্ষাৎকারে বলেন, “আমি জানতাম এই দৃশ্যটা কিছুটা সাহসী হতে চলেছে। তাই শুটিংয়ের আগে আমি সারগুনকে সবটা জানাই। শুধু সারগুনই নয়, ওর মা-বাবাকেও ফোন করে জানাই এটা স্ক্রিপ্টের একটা অংশ, তাই কাজের খাতিরেই এই দৃশ্যে অভিনয় করছি।
3
6
রবি আরও জানান, নিয়া শর্মার সঙ্গে তাঁর ভাল বন্ধুত্ব আছে এবং এই দৃশ্যটি খুব পেশাদারভাবে শুট করা হয়। “সারগুন একদম প্রফেশনাল মানসিকতার মানুষ। ও জানে আমার কাজের জন্য আমাকে অনেক সময় এমন কিছু করতে হয়,”— বলেন রবি।
4
6
২০১৩ সালে সারগুন মেহতার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রবি দুবে। দু'জনেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত। সেখান থেকেই তাঁদের প্রেম। দু'জনের প্রেম থেকে বিয়ে এমনকী তাঁদের সংসার জীবন সবসময় আলোচনায় থাকে।
5
6
উল্লেখ্য, 'জামাই রাজা ২.০' ছিল মূল ধারাবাহিক 'জামাই রাজা'-র ডিজিটাল রূপান্তর। যেখানে রবি দুবে এবং নিয়া শর্মার অনস্ক্রিন কেমিস্ট্রি দারুণ জনপ্রিয় হয়েছিল। এবার সেই শো-কেই সিরিজের মাধ্যমে দর্শকদের সামনে এনেছেন তাঁরা।
6
6
প্রসঙ্গত, রাম বনাম রাবণ-এর যুগান্তকারী কাহিনিতে এবার এক নতুন সংযোজন—লক্ষ্মণ হচ্ছেন রবি দুবে! তবে ছবির প্রথম ঝলকের ভিডিওতে তাঁর মুখ এখনও অদৃশ্য। এবং সেই ‘অদৃশ্যতা’-তেই তৈরি হয়েছে বিপুল কৌতূহল। নির্মাতারা যখন বুধবার প্রকাশ করলেন নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর প্রথম ঝলক, তখনই দর্শকের নজর খুঁজতে থাকে রবি দুবের লক্ষ্মণ রূপের দিকে। যদিও তাঁর মুখ এই ঝলকে দেখা যায়নি। তবে এই চরিত্রে যে রবি থাকছেন তা আগেই জানা গিয়েছিল।