সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাস। আর এই বিশ্বাস একবার ভেঙে গেলে চিড় ধরে সম্পর্কের বন্ধনে। বিয়ের পর কে সম্পর্কে প্রতারণা করবেন আর কে সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকবেন, তা আগে থেকে বলা সম্ভব নয়। তবে একটি সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ থাকাকালীন অন্য কারওর প্রতি আসক্তি মোটেই সুখকর নয়।
2
8
বৈবাহিক জীবনের নানা সমস্যার মধ্যে একটি হল বিবাহ-বহির্ভূত সম্পর্ক বা পরকীয়া। অনেকেই বিয়ের পর গোপনে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্ক ভাঙা কিংবা পরকীয়া-দুটোই অত্যন্ত সংবেদনশীল বিষয়। শাস্ত্র মতে, রাশিচক্রের কিছু বিশেষ রাশির মধ্যে নাকি পরকীয়ায় জড়ানোর প্রবণতা তুলনামূলক বেশি দেখা যায়। যদিও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, রাশি কোনও মানুষের চরিত্র নির্ধারণ করে না, তবে ব্যক্তিত্বের কিছু স্বভাবগত দিক আচরণে প্রভাব ফেলতে পারে।
3
8
মেষঃ মেষ রাশির জাতক-জাতিকাদের বলা হয় উদ্যমী, রোমাঞ্চপ্রিয় ও আবেগী। তারা নতুনত্ব পছন্দ করেন এবং জীবনযাত্রা যেন সবসময় গতিময় থাকে, এমনটাই চান। সম্পর্ক যদি তাদের কাছে একঘেয়ে হয়ে যায় কিংবা সঙ্গী যথেষ্ট মনোযোগ না দেয় তাহলে তারা সহজেই অন্য কারও প্রতি আকৃষ্ট হতে পারেন। উত্তেজনার আকাঙ্ক্ষাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা।
4
8
মিথুনঃ পরকীয়ার আলোচনায় মিথুন রাশির কথাই সবচেয়ে বেশি শোনা যায়। এই রাশির জাতকদের সামাজিকতা, বুদ্ধিমত্তা ও যোগাযোগের ক্ষমতা আকর্ষণীয়। তবে ঠিক এই কারণেই তারা দ্রুত নতুন মানুষের সঙ্গে সংযোগ তৈরি করেন। মানসিক উদ্দীপনা না থাকলে বা সম্পর্ক নীরস হলে এরা নতুন অভিজ্ঞতার খোঁজে বেরিয়ে পড়তে পারেন।
5
8
তুলাঃ তুলা রাশির মানুষ প্রেম ও সৌন্দর্যের প্রতীক। তারা সম্পর্ক ঠিক রাখতে আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু মানসিক অপূর্ণতা বা যোগাযোগে বিচ্যুতি হলে তারা বাইরের কারও কাছ থেকে সান্ত্বনা খুঁজে নিতে পারেন। অতিরিক্ত স্নেহ ও প্রশংসার প্রতি এদের দুর্বলতা রয়েছে।
6
8
বৃশ্চিকঃ বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা অত্যন্ত আবেগপ্রবণ এবং রহস্যময়। সম্পর্কের প্রতি তাদের দায়বদ্ধতা প্রবল হলেও আবেগগত আঘাত, সন্দেহ বা তীব্র আকর্ষণের মুহূর্ত তাদের বিচ্যুত করে দিতে পারে। তারা যা করেন, তা গভীর আবেগ থেকেই করেন। আর এ কারণেই তারা ঝুঁকির তালিকায় থাকেন।
7
8
কুম্ভঃ কুম্ভ রাশির মানুষকে বলা হয় মুক্তমনা ও চিন্তাশীল। তারা বাধা বা নিয়ন্ত্রণ পছন্দ করেন না। সম্পর্ক যদি তাদের স্বাধীনতা সীমিত করে বা বুদ্ধিবৃত্তিক সংযোগ না থাকে, তাহলে তারা অন্য দিকে নজর দিতে পারেন। আবেগ নয়, বরং মানসিক সামঞ্জস্যই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
8
8
তবে বিশেষজ্ঞদের মতে, পরকীয়া কেবল রাশির ওপর নির্ভর করে না। সম্পর্কের মান, বিশ্বাস, মানসিক নিরাপত্তা এবং ব্যক্তির নৈতিক মূল্যবোধই সবচেয়ে বড় বিষয়। রাশি শুধু সম্ভাবনার দিক দেখায়, কোনওভাবেই সিদ্ধান্ত নয়।