ভারতবর্ষে কিছু জায়গা আছে যেখানে বছরের বেশিরভাগ সময়টাই, অর্থাৎ প্রায় সারাবছর গরম থাকে। সারাবছরই সেখানে উষ্ণ ও আর্দ্র জলবায়ু থাকে।
2
6
১) গোয়া: এখানে সারা বছরই আবহাওয়া গরম আর স্যাঁতসেঁতে (আর্দ্র) থাকে। সমুদ্রের কাছাকাছি বলে এমন হয়।
3
6
২) কেরালা: সমুদ্রের কাছে হওয়ায় এখানেও সব সময় গরম ও আর্দ্র আবহাওয়া থাকে। এমনকী, শীতকালেও বিশেষ ঠান্ডা পড়ে না।
4
6
৩) চেন্নাই (তামিলনাড়ু): এই শহরটিও সমুদ্রের ধারে অবস্থিত৷ তাই এখানকার গ্রীষ্মকালতো খুব গরম হয়ই, শীতকালেও হালকা গরম থাকে।
5
6
৪) পোর্ট ব্লেয়ার (আন্দামান দ্বীপপুঞ্জ): এটি যেহেতু একটি দ্বীপ, তাই এখানকার তাপমাত্রা সারা বছর ধরে একই রকম উষ্ণ থাকে।
6
6
৫) যোধপুর/জয়সালমের (রাজস্থান): যোধপুর বা জয়সালমের মরুভূমিতে অবস্থিত। এখানে গ্রীষ্মকালে অসহ্য গরম থাকে। যদিও শীতকালে রাতে ঠান্ডা পড়ে, কিন্তু দিনের বেলাটা উষ্ণই থাকে এবং গরমের সময়কাল এখানে অনেক লম্বা।