বলিউডে যেখানে অহংকারের লড়াই এবং বন্ধুত্বের সম্পর্ক প্রায়ই তাড়াহুড়ো করে অদৃশ্য হয়ে যায়, সেখানে কয়েকটি দ্বন্দ্ব দীর্ঘকাল স্থায়ী হয় এবং তা তীব্রভাবে ছড়ায়। সলমন খান এবং বর্ষীয়ান অভিনেতা ড্যানি ডেনজংপা-এর মধ্যে সেই ঝামেলার গল্প ঠিক এমনই।
2
9
১৯৯১ সালে ‘সনম বেওয়াফা’ ছবির সেটে ঘটে এক ছোট্ট ঘটনা, যা দু’দশকেরও বেশি সময় ধরে তাদের পারস্পরিক দূরত্বের জন্ম দেয়। তখন সলমন খান বলিউডে নিজের জায়গা পাকা করছিলেন আর ড্যানি ডেনজংপা ততদিনে অভিনেতা হিসেবে সাফল্যের চূড়ায়। পাশাপাশি অভিনেতা হিসেবে কঠোরতা ও শৃঙ্খলার প্রতীক।
3
9
বলিউডের অন্দরের খবর অনুযায়ী, ড্যানি একদিন হঠাৎই শুটিং-সেটে সময়ের আগেই হাজির হন। কিন্তু সলমন ঘণ্টার পর ঘণ্টা দেরিতে উপস্থিত হন। সেটের ক্রুদের মতে, ড্যানি প্রকাশ্যেই মেজাজ হারিয়ে সবার সামনে সলমনকে ডেকে শাস্তি দেন। আসলে, ড্যানির কাছে সময় মেনে আসা শুধু পেশাদারিত্ব নয়, বরং শিল্পের প্রতি শ্রদ্ধার চিহ্ন। সেই ঘটনায় আহত হয়ে, ড্যানি সিদ্ধান্ত নেন সলমনের সঙ্গে আর কখনও কাজ করবেন না।
4
9
পরবর্তী ২৪ বছরে ড্যানি বহুবার এমন প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন যেখানে সলমনের সঙ্গে তাঁর অভিনয়ের সুযোগ ছিল। তিনি নিজের বাকি সব প্রজেক্টে মনোযোগ দেন, যা তাঁর অভিনয় পরিসরকে আরও বিস্তৃত করে।
5
9
অন্যদিকে, সলমন ধীরে ধীরে উন্নতি করেন বলিউডের অন্যতম প্রভাবশালী ও ব্যাঙ্কেবল তারকা হিসেবে। কেরিয়ারে পথ চলার মধ্যে তাঁরা একে অপরের সঙ্গে পর্দায় বা তার বাইরে দেখা করেননি।
6
9
শেষমেষ, ২০১৪ সালে সোহেল খান-এর ‘জয় হো’-র ছবির সেটে তাঁদের মধ্যে দীর্ঘ বছরের এই নীরবতা ভেঙে যায়। দু’জনেই সেই ছবিতে জমিয়ে কাজ করেন। সূত্রের মতে, শুটিং-এর সময় তাঁদের সম্পর্ক ছিল ‘সৌজন্যমূলক অথচ খানিক দূরত্বের’। এককথায় সময় বদলালেও পুরনো স্মৃতি রয়ে গিয়েছে।
7
9
অনুরাগীদের চোখে পরে যায় একটি মুহূর্ত, যেখানে সলমন ড্যানির ছেলে রিনজিং ডেনজংপা-কে স্নেহের সঙ্গে অভিবাদন জানান। ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং এটি দুই পরিবারের মধ্যকার সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত হিসেবে দেখা হয়।
8
9
আজ, দুই অভিনেতাই তাঁদের নিজ নিজ ক্ষেত্রে সম্মান ও প্রভাব বজায় রেখেছেন। ড্যানি ডেনজংপা, যিনি ১৯০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন, এখনও ভারতীয় সিনেমার এক অদম্য চরিত্র। সম্প্রতি তাঁর অভিনীত দু'টি জাতীয় পুরস্কারের মর্যাদা পেয়েছে।
9
9
অন্যদিকে, সলমন খান আজও বলিউডের অপ্রতিদ্বন্দ্বী তারকা, যার ফ্যান ফলোয়িং এবং চলচ্চিত্র জীবন একটি পুরো যুগকে সংজ্ঞায়িত করেছে।