যদি ঘরে বসে ভাল হুইস্কির স্বাদ পেতে চান তাহলে আপনাকে ঘরে রাখতে হবে জিয়ানচাঁদ সিঙ্গল মল্ট হুইস্কি। এটি অন্যতম সেরা একটা হুইস্কি। খেলেই দিন কাটবে ভাল এবং সুন্দর।
2
10
এবার আসি চিবাস ১৮ হুইস্কির কথায়। চলতি বছরে এটি হুইস্কি বানিয়ে পুরষ্কারও পেয়েছে। ফলে দামের দিক থেকে খানিকটা বেশি হলেও এ স্বাদের ভাগ হবে না।
3
10
দ্যা গ্লেনলিভেট ১৮ হুইস্কি বহু বছর ধরে বাজার ধরে রেযেছে। হুইস্কির সমস্ত স্বাদের ভারসাম্য রয়েছে এখানেই। ফলে এটি সকলে মিলে খান বা একা, স্বাদ হবে অনন্য।
4
10
দ্যা গ্লেনলিভেট ২১ হুইস্কিও সকলের মধ্যে নিজের জায়গা করেছে। এর অসাধারণ স্বাদ বহু বছর ধরে সকলের মন জিতেছে। আগামীদিনেও এই স্বাদ বজায় থাকবে।
5
10
গ্লেনমরোনাগি হাইল্যান্ড সিঙ্গল মল্ট স্কচ হুইস্কি। এটির দাম একটু চড়া। তবে তা নিয়ে চিন্তার কারণ নেই। এটিকে ঘরে রেখে দীর্ঘদিন ধরে খাওয়া যায়।
6
10
ডায়ভল ভটেক্স ২০২৪ সাল থেকে বাজারে এসেছে। তবে খুব অল্প সময়ের মধ্যে এটি সকলকে টেক্কা দিয়েছে। ঘরে রেখে খেতে পারেন বা বন্ধুদের সঙ্গে বসে খেতে পারেন।
7
10
গোডাওয়ান আর্টিনাসান ইন্ডিয়ান সিঙ্গল মল্ট হুইস্কি। যারা রাজকীয়ভাবে হুইস্কি খেতে পছন্দ করেন তাদের কাছে এটি একটি সেরা ঠিকানা।
8
10
এই ভারতীয় হুইস্কির নাম ক্রেজি কক। যারা ঘরে বসে বিদেশের মজা পেতে চান তাদের কাছে এটি স্বর্গের সমান। সকলের সঙ্গে খান বা একলা কোনও অসুবিধাই হবে না।
9
10
ইয়াকশা ব্লু মুন হল এমন একটি হুইস্কি যেখান থেকে সকলেই নিজের আসল প্রতিরূপ খুঁজে পান। ফলে সেখান থেকে রাজার মতো কাটবে দিন।
10
10
জেমসন ব্ল্যাক ব্যারেল হুইস্কি। এটি পান করলে জীবন নতুনভাবে ধরা দেবে। যদি কারও দিন খারাপ যান তাহলে তিনি এটি খেতে পারেন। সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখবেন মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।