টেডি বিয়ার। সফট টয়েজ। বহু মানুষের পছন্দের। অনেকেই জন্মদিনে, বিশেষ দিনে, বাবা মা কিংবা প্রিয়জনের থেকে আবদার করে চেয়ে নেন টেডি বিয়ার। কেউ কেউ সেগুলিকে সঙ্গী করে তোলে। সেগুলির সঙ্গেই খেলে, সময় কাটায়।
2
7
কিন্তু টেডি বিয়ার শুনলেই এখন আঁতকে উঠছেন ক্যালিফোর্নিয়ার মানুষজন। ভয়ের সূত্রপাত আদতে রবিবার।
3
7
আচমাক মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফুটপাথে রবিবার এমন একটি টেডি বিয়ার দেখা গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হয়েছে, ওই টেডি বিয়ারটি আসলে মানুষের চামড়া দিয়েই বানানো হয়েছে।
4
7
যে ছবি সামনে এসেছে, তাতে বীভৎসতা ধরা পড়েছে। ছোট্ট পুতুলের শিড়ির জুড়ে মোটা সেলাই, জায়গায় জায়গায় রক্তের ছাপ।
5
7
নিউ ইয়র্ক পোস্টের মতে, রবিবার বিয়ার ভ্যালি রোডের একটি পেট্রোল পাম্পের পাশে একটি বাস স্টপে এই টেডি বিয়ারটি পড়ে থাকতে দেখা যায়।
6
7
স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় পুলিশে। যদিও একজন ফরেনসিক প্যাথলজিস্ট জানিয়েছেন, চামড়াটি মানুষের নয়। এতে মানুষের ট্যিসু নেই।
7
7
আরও জানা গিয়েছে, সেখানে একটি ওয়েবসাইট রয়েছে, যেখানে দেখা গিয়েছে, ওই সাইটে দাবি করা হচ্ছে, তারা মানুষের চামড়ার তৈরি টেডি বিয়ার বিক্রি করছে। যদিও তদন্তে দেখা গিয়েছে, সেটি একটি ভুয়ো দাবি।