Tamannaah Bhatia breaks silence on physical transformation
'আমার শরীরের খাঁজ কখনও বদলাবে না'-বয়স বাড়তেই নিজেকে নিয়ে বিস্ফোরক তমান্না ভাটিয়া!
নিজস্ব সংবাদদাতা
১১ নভেম্বর ২০২৫ ১৫ : ৩৩
শেয়ার করুন
1
5
অভিনেত্রী তমান্না ভাটিয়ার শরীরী হিল্লোলে মূর্ছা যান তাঁর অনুরাগীরা। বিভিন্ন আইটেম গানে তমান্না থাকা মানেই তা হিট! অন্তত, সাম্প্রতিক হিসাব তাই-ই বলছে।
2
5
সম্প্রতি, অভিনেত্রী তমান্না ভাটিয়া সম্প্রতি তাঁর শারীরিক পরিবর্তনের জন্য ওঠা 'ওজেম্পিক' ব্যবহারের জল্পনা কঠোরভাবে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে তাঁর সৌন্দর্য ও শরীরের খাঁজগুলো পরিবর্তন হবে না।
3
5
এক সাক্ষাৎকারে তমান্না বলেন, ১৫ বছর বয়স থেকে ক্যামেরার সামনে থাকার কারণে তাঁর লুকিয়ে রাখার কিছু নেই। তিনি জানান যে তিরিশের কোঠায় আসতেই স্বাভাবিকভাবেই তাঁর শরীরে কিছুটা পরিবর্তন এসেছে।
4
5
তবে, অভিনেত্রী স্বীকার করেন যে কোভিড-১৯ এর সময় ওজন নিয়ন্ত্রণে রাখা কঠিন ছিল, কারণ তিনি ভাত, রুটি, ডাল-সহ সব ধরনের খাবার ভালবাসেন। এই সময় তিনি ক্যামেরার সামনে নিজেকে নিয়ে খানিকটা সচেতনও বোধ করতেন।
5
5
তমান্না আরও বলেন, মহিলাদের শরীর সব সময়ই পরিবর্তনশীল। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "আমার শরীরের খাঁজ কোথাও যাচ্ছে না। আমি সিন্ধি, তাই আমার শরীরের গঠন খুব একটা পরিবর্তন হবে না।"