গুরগাঁও-এর অভিজাত এলাকা। সেখানের এক আবাসনেই ঘটে গিয়েছে নৃশংস ঘটনা।
2
8
ঘটনায় উত্তেজনা এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই আবাসনে, দু'জন একাদশ শ্রেণির পড়ুয়া, গুলি করে খুন করার চেষ্টা করেছে, তাদেরই এক পড়ুয়াকে।
3
8
গুরুতর জখম অবস্থায় ওই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত দুই যুবককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
4
8
জানা গিয়েছে, সহপাঠীকে খুনের চেষ্টায়, ওই দুই যুবকের মধ্যে, একজনের বাবার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালিয়েছে। সেক্টর ৪৮-এর সেন্ট্রাল পার্ক রিসোর্টে শনিবার রাতে এই ঘটনা ঘটেছে।
5
8
যখন অভিযুক্তদের মধ্যে একজন ১৭ বছর বয়সী এক কিশোর, তার বাবার ভাড়া করা একটি অ্যাপার্টমেন্টে ডেকে নিয়ে যায় অপর এক সহপাঠীকে।
6
8
সঙ্গী প্রাথমিক তদন্তে জানা গেছে যে, অভিযুক্তরা তাদের পূর্ববর্তী ঝগড়ার জের ধরে সহপাঠীর উপর আক্রমণ চালায়। তিন কিশোরই হাউজিং সোসাইটির কাছেরই একটি স্কুলে পড়ে।
7
8
সদর থানায় দায়ের করা অভিযোগে, জখম কিশোরের মা জানিয়েছেন, যে প্রধান অভিযুক্তচ, সেই তার বাবার বন্দুক ব্যবহার করেছিল।
8
8
ওই কিশোর জোর করে তাঁর ছেলেকে বারবার ডাকাডাকি করেছিলেন দেখা করার জন্য। তার পরেই ঘটে এই ঘটনা।