টাকা সুরক্ষিতভাবে রাখার পাশাপাশি নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা পেতে অনেকেই টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেন। তবে টাকা রাখার আগে বিনিয়োগকারীদের জন্য জরুরি হলো বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার ভালোভাবে যাচাই করে দেখা। কারণ, প্রতিটি ব্যাঙ্ক ভিন্ন ভিন্ন হারে সুদ অফার করে থাকে। সাধারণত দীর্ঘমেয়াদি ডিপোজিটে ব্যাঙ্কগুলো বেশি সুদের হার দেয়। উদাহরণস্বরূপ, এক বছরের তুলনায় তিন বছরের জন্য রাখা ফিক্সড ডিপোজিটে মুনাফার হার সাধারণত বেশি হয়।
2
10
চলুন দেখা যাক ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বর্তমানে তিন বছরের ফিক্সড ডিপোজিটে কতটা সুদ দিচ্ছে।
3
10
এইচডিএফসি ব্যাঙ্ক: এই বেসরকারি ব্যাঙ্কটি তিন বছরের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৬.৪৫% সুদ দিচ্ছে। এক বছরের ডিপোজিটে সুদ ৬.২৫% এবং দুই বছরের জন্যও ৬.৪৫%। ২৫ জুন ২০২৫ থেকে এই হার কার্যকর হয়েছে। প্রবীণ নাগরিকরা বাড়তি ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন।
4
10
আইসিআইসিআই ব্যাঙ্ক: এই বেসরকারি ঋণদাতা ব্যাঙ্কটি তিন বছরের এফডিতে সাধারণ গ্রাহকদের জন্য ৬.৬% এবং প্রবীণ গ্রাহকদের জন্য ৭.১% সুদ অফার করছে। এক বছরের এফডিতে ৬.২৫% ও দুই বছরের জন্য ৬.৪% সুদ পাওয়া যাবে।
5
10
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক: কোটাক ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য তিন বছরের ফিক্সড ডিপোজিটে ৬.৪% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৯% সুদ দিচ্ছে। এক বছর ও দুই বছরের ডিপোজিটে সুদের হার যথাক্রমে ৬.২৫% ও ৬.৪%। এই হার ২০ আগস্ট ২০২৫ থেকে কার্যকর।
6
10
ফেডারেল ব্যাঙ্ক: এই ব্যাঙ্ক বর্তমানে এক বছরের এফডিতে ৬.৪%, দুই বছরের জন্য ৬.৫% এবং তিন বছরের জন্যও ৬.৫% সুদ অফার করছে। নতুন সুদের হার ১৮ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হয়েছে।
7
10
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া: দেশের সবচেয়ে বড় সরকারি ঋণদাতা ব্যাঙ্ক, এসবিআই সাধারণ গ্রাহকদের জন্য তিন বছরের এফডিতে ৬.৩% এবং প্রবীণদের জন্য ৬.৮% সুদ দিচ্ছে। এই হার ১৫ জুলাই ২০২৫ থেকে কার্যকর হয়েছে। এক বছরের জন্য সুদ ৬.২৫% এবং দুই বছরের জন্য ৬.৪৫%।
8
10
ব্যাঙ্ক অব বরোদা: এই সরকারি ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের তিন বছরের ফিক্সড ডিপোজিটে ৬.৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭% সুদ দিচ্ছে। এক বছরের জন্য ৬.২৫% ও দুই বছরের জন্য ৬.৫% সুদ পাওয়া যাবে। নতুন হার ১২ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে।
9
10
ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া: ইউনিয়ন ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের জন্য তিন বছরের টার্ম ডিপোজিটে ৬.৬% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.১% সুদ অফার করছে। এক বছরের জন্য সুদ ৬.৪% এবং দুই বছরের জন্য ৬.৫%। নতুন হার কার্যকর হয়েছে ২০ আগস্ট ২০২৫ থেকে।
10
10
উপরের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রবীণ নাগরিকরা সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন, কারণ প্রতিটি ব্যাঙ্কই তাঁদের জন্য বাড়তি সুদের অফার রেখেছে। সাধারণ গ্রাহকদের মধ্যে তিন বছরের ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্ক (৬.৬%)। অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ সুদ দিচ্ছে একই দুই ব্যাঙ্ক—আইসিআইসিআই ও ইউনিয়ন (৭.১%)। তাই ডিপোজিট করার আগে নিজের প্রয়োজন, সুদের হার ও ব্যাঙ্কের নির্ভরযোগ্যতা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।