দেশের প্রথম সারির এই ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটে ভাল সুদ দেবে, জেনে নিন এখনই
-
Sumit Charkaborty
-
মঙ্গলবার, 29 জুলাই 2025
যদি আপনি ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে সেখানে আপনার কাছে সেরা অপশন হতে পারে ব্যাঙ্ক। তবে কোথায় কত সুদ দেবে সেটা সবার আগে জেনে রাখা দরকার।
আরবিআই তাদের রেপো রেট কমানোর পর বিভিন্ন ব্যাঙ্ক তাদের সুদের হারে পরিবর্তন করেছে। সেখানে প্রতিটি ব্যাঙ্কের সুদের হারও পরিবর্তন হবে।
এইচডিএফসি ব্যাঙ্ক ১৮ থেকে ২১ মাসের সময়ে সুদ দেবে ৬.৬ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১০ শতাংশ। এটি ২৫ জুন থেকেই চালু হয়েছে।
আইসিআইসিআই ব্যাঙ্ক ২ থেকে ১০ বছরের সময়ে সুদের হার দেবে ৬.৬ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১০ শতাংশ।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৩৯১ থেকে ২৩ মাসের সময়ে সুদ দেবে ৬.৬ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১০ শতাংশ।
ফেডেরাল ব্যাঙ্ক ৪৪৪ দিনের জন্য সুদ দেবে ৬.৭ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২ শতাংশ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২ থেকে ৩ বছরের জন্য সুদ দেবে ৬.৪৫ শতাংশ। এখানে সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৯৫ শতাংশ।
ব্যাঙ্ক অফ বারোদা ৪৪৪ দিনের জন্য সুদ দেবে ৬.৬ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১০ শতাংশ করে সুদ।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।