সিনিয়র সিটিজেনদের জন্য সুখবর, এই ব্যাঙ্কগুলি আকর্ষণীয় সুদ দেবে

img

ফিক্সড ডিপোজিট সিনিয়র সিটিজেনদের মধ্যে অন্যতম জনপ্রিয় বিনিয়োগের মাধ্যম। এর নিরাপদ ও নির্ভরযোগ্য প্রকৃতি অবসরপ্রাপ্তদের জন্য নিশ্চিত মুনাফা ও কম ঝুঁকি প্রদান করে, যা আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক।

img

সিনিয়র সিটিজেনদের জন্য ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তুলনামূলক বেশি সুদের হার দিয়ে থাকে। ফলে এফডি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

img

যেহেতু বিভিন্ন ব্যাঙ্ক ভিন্ন ভিন্ন সুদের হার দেয়। তাই সর্বোচ্চ মুনাফা পাওয়ার জন্য সঠিক ব্যাঙ্ক নির্বাচন করা জরুরি। শীর্ষ সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলোর এফডি সুদের হার নিচে দেওয়া হল।

img

ইন্ডাসইন্ড ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের জন্য ২ বছরের মেয়াদি এফডিতে ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে। বেসরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে এটাই সর্বোচ্চ হার।

img

অ্যাক্সিস ব্যাঙ্ক ৫-১০ বছরের মেয়াদি এফডিতে সিনিয়র সিটিজেনদের ৭.৩৫ শতাংশ সুদ দিচ্ছে। এটি ভাল সুদ।

img

কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক ৩৯১ দিন থেকে ২৩ মাসের কম মেয়াদি এফডিতে ৭.১০ শতাংশ সুদ প্রদান করছে। এখানেও বিনিয়োগ করতে পারেন।

img

আইসিআইসিআই ব্যাঙ্ক ২ বছর ১ দিন থেকে ১০ বছরের মধ্যে মেয়াদি এফডিতে ৭.১০ শতাংশ সুদ দিচ্ছে। বিনিয়োগের এটি সেরা অপশন।

img

এইচডিএফসি ব্যাঙ্ক ১৮ থেকে ২১ মাসের এফডিতে সিনিয়র সিটিজেনদের জন্য ৭.১০ শতাংশ সুদ দিচ্ছে। এটিও ভাল সুদের হার।

img

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া ৪৫৬ দিনের এফডিতে সিনিয়র সিটিজেনদের ৭.১০ শতাংশ সুদ প্রদান করছে। এখানেও বিনিয়োগ করতে পারেন।

img

ব্যাঙ্ক অব বরোদা ৪৪৪ দিনের মেয়াদি এফডিতে সিনিয়র সিটিজেনদের ৭.১০ শতাংশ সুদ দিচ্ছে। এটি ভাল সুদের হার।

img

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৩৯০ দিনের মেয়াদি এফডিতে সিনিয়র সিটিজেনদের ৭.১০ শতাংশ সুদ দিচ্ছে। বিনিয়োগে মিলবে ভাল সুদ।

img

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ৫-১০ বছরের মেয়াদি এফডিতে সিনিয়র সিটিজেনদের ৭.০৫ শতাংশ সুদ দিচ্ছে। এখানে নিশ্চিত মনে বিনিয়োগ করতে পারেন।

img

ক্যানারা ব্যাঙ্ক ৪৪৪ দিনের এফডিতে ৭ শতাংশ সুদ প্রদান করছে। এখানেও বিনিয়োগ করতে পারেন।

img

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সহযোগী সংস্থা ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন প্রতিটি বিনিয়োগকারীর সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত এফডি বিনিয়োগের গ্যারান্টি প্রদান করে।