প্যারিসের লুভর মিউজিয়ামে চাঞ্চল্যকর চুরি, বন্ধ হল বিশ্বের অন্যতম বিখ্যাত জাদুঘর
সুমিত চক্রবর্তী
রবিবার, 19 অক্টোবর 2025
1
9
প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়ামে এক চাঞ্চল্যকর চুরির ঘটনায় সারা বিশ্বে চমক সৃষ্টি হয়েছে। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, শনিবার সকালে জাদুঘর খোলার সময়েই চুরির ঘটনাটি ঘটে। ঘটনার পরেই লুভর কর্তৃপক্ষ দিনভর জাদুঘর বন্ধ রাখার ঘোষণা দেয়।
2
9
ফ্রান্সের রাজধানী প্যারিসের হৃদয়ে অবস্থিত লুভর বিশ্বের অন্যতম প্রতীকী জাদুঘর, যেখানে সংরক্ষিত রয়েছে ইতিহাসের অসংখ্য অমূল্য শিল্পকর্ম ও নিদর্শন। এর মধ্যে লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি ‘মোনালিসা’-ও রয়েছে। এই জাদুঘরে চুরি হওয়া মানেই তা শুধু ফ্রান্স নয়, সমগ্র বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের উপর এক বড় আঘাত।
3
9
মন্ত্রী রাশিদা দাতি তাঁর অনলাইন পোস্টে লেখেন, “আজ সকালে লুভর মিউজিয়ামে একটি চুরির ঘটনা ঘটেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমি এখন ঘটনাস্থলে রয়েছি, জাদুঘরের কর্মী ও পুলিশের সঙ্গে সরাসরি কথা বলছি।” তাঁর এই ঘোষণার কিছুক্ষণ পরই ফ্রান্স জুড়ে সংবাদমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে।
4
9
ফরাসি সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, চোরেরা জাদুঘরের ভেতর থেকে কিছু মূল্যবান গয়না বা অলঙ্কার নিয়ে পালিয়ে যায়। ঠিক কীভাবে তারা নিরাপত্তা বেষ্টনী ভেদ করে প্রবেশ করল, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে নিরাপত্তা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
5
9
এখনও পর্যন্ত লুভর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি। কেবলমাত্র তাদের ওয়েবসাইটে ও প্রবেশদ্বারে জানানো হয়েছে যে, “ব্যতিক্রমী কারণে আজকের জন্য জাদুঘর বন্ধ রাখা হয়েছে।” দর্শনার্থীদের তাদের বুকিং বাতিল বা পুনঃনির্ধারণের অনুরোধ জানানো হয়েছে।
6
9
লুভরের মতো একটি বিশ্ববিখ্যাত জাদুঘরে চুরির ঘটনা অত্যন্ত বিরল। ১৯১১ সালে এখানে ঘটে গিয়েছিল বিখ্যাত ‘মোনালিসা চুরি’, যা পরে দু’বছর পর উদ্ধার করা হয়েছিল। এরপর থেকে লুভর সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালু করে, যেখানে হাজারো সিসিটিভি ক্যামেরা, ইনফ্রারেড সেন্সর এবং শতাধিক নিরাপত্তা কর্মী ২৪ ঘণ্টা নজরদারি চালায়। তবু আধুনিক এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও চোরদের প্রবেশ ও গয়না চুরি করতে পারা তদন্তকারী সংস্থার কাছে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
7
9
ফরাসি পুলিশ ইতিমধ্যেই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের খুঁজে বের করতে প্যারিস জুড়ে অভিযান শুরু করেছে। কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সকালে জাদুঘর খোলার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন অপরিচিত ব্যক্তি দ্রুত ভেতরে ঢুকে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যেই বেরিয়ে যায়। অনুমান করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত ও উচ্চ প্রশিক্ষিত অপরাধচক্রের কাজ।
8
9
ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার পর লুভর ও অন্যান্য জাতীয় জাদুঘরে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। দেশজুড়ে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।
9
9
বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত এই জাদুঘরে প্রতিদিন প্রায় ৩০ হাজার দর্শনার্থী আসেন। ফলে এই চুরির ঘটনা কেবল একটি অপরাধ নয়, বরং এটি ফরাসি ঐতিহ্য ও বিশ্বসংস্কৃতির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।