ধেয়ে আসছে প্রলয়, শক্তি কয়েক হাজার পরমাণু বোমার সমান, এবার কী হবে

img

একটি বিরাট আকারের গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এটি একেবারে একটি ফুটবল স্টেডিয়ামের মতো দেখতে।

img

এই গ্রহাণুটি পৃথিবীর অনেক কাছ দিয়ে চলে যাবে। যারা মহাকাশ গবেষক তাদের কাছে এটি হতে পারে একটি বিরাট বিস্ময়ের।

img

চলতি সময়ে পৃথিবীর ধার দিয়ে বেশ কয়েকটি গ্রহাণু চলে গিয়েছে। তবে তাদের মধ্যে এটি সবার থেকে আলাদা হবে।

img

এই গ্রহাণুর ওপর ইসরো এবং নাসা দুজনেই কড়া নজর রেখেছে। এই গ্রহাণুটির নাম ২০০৫ ভিও ফাইভ।

img

এই গ্রহাণুটি পৃথিবীর ধার দিয়ে ঝড়ের গতিতে চলে যাবে। এর গতি হবে ৩২ হাজার মাইল প্রতি ঘন্টা। এই গ্রহাণুটি পৃথিবী থেকে ৩.৭৮ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে চলে যাবে।

img

এই গ্রহাণুটি প্রায় ১২০০ ফুট লম্বা। ফলে এটি সকল বিজ্ঞানীদের অবাক করেছে। এই বিরাট আকারের গ্রহাণুটি পৃথিবীর বায়ুমন্ডলে কোন প্রভাব রাখবে সেদিকে সকলের নজর থাকবে।

img

তবে বিজ্ঞানীরা মনে করছেন যদি এই গ্রহাণুটি পৃথিবীর বুকে আঘাত করে তাহলে এটি হবে প্রায় ১ হাজারটি পরমানু বোমার সমান।

img

ইদানিং সময়ে পৃথিবীর বুকে এমন বেশ কয়েকটি গ্রহাণু ধেয়ে এসেছে। তবে তাদের মধ্যে কোনওটি পৃথিবীতে আঘাত করেনি।

img

কী কারণে পৃথিবীর দিকে এত গ্রহাণু ঘনঘন ধেয়ে আসছে তা নিয়ে চিন্তা জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা মনে করছেন এই ধরণের ঘটনা অশনি সঙ্কেতের ইঙ্গিত দিয়েছে।

img

তবে এই গ্রহাণুগুলির দিকে সর্বদাই নজর রাখা হচ্ছে। সেখানে নতুন কোনও বিপদ অপেক্ষা করে রয়েছে কিনা সেটাই দেখার।