দো ফুল এক মালি! দুই প্রিয় বান্ধবীর সঙ্গে বিয়ের পিঁড়িতে তরুণ, বললেন, 'কাউকে ছাড়াই বাঁচতে পারব না'

img

একসঙ্গে দুই প্রিয় বান্ধবীকে বিয়ে করলেন এক তরুণ। দু'জনের সঙ্গে দীর্ঘদিন বন্ধুত্বের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের কথা উঠতেই, তরুণ সিদ্ধান্ত নিতে পারছিলেন না। শেষমেশ জানিয়ে দেন, দুই প্রিয় বান্ধবীকে ছাড়া তাঁর বেঁচে থাকা মুশকিল।

img

আলাদা আলাদাভাবে নয়, এক বিয়ের আসরেই দুই প্রিয় বান্ধবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বান্ধবীর পরিবারের সকল সদস্যরা। সকলের আর্শীবাদ নিয়েই দুই বান্ধবীকেই জীবনসঙ্গী করলেন তরুণ।

img

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। চিত্রদুর্গ জেলার হোরাপেট এলাকায় এমকে প্যালেসে বসেছিল বিয়ের আসর। গত ১৬ অক্টোবর একসঙ্গে দুই বান্ধবীকে বিয়ে করেন ওই তরুণ।

img

২৫ বছরের ওয়াসিম শেখ জানিয়েছেন, গত কয়েক বছর ধরেই শিফা শেখ ও জান্নাত মাখান্দার নামের দুই তরুণী তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বিয়ের প্রসঙ্গ উঠতেই তিনি জানিয়ে দেন, দুই বান্ধবীকে বিয়ে করবেন। ওই দুই তরুণীও একে অপরের কাছের বন্ধু ছিলেন। এই প্রস্তাবে তাঁরাও রাজি হয়ে যান।

img

তিনজনেই পরিবারে বিষয়টি জানান। কেউই তাঁদের সিদ্ধান্তে বাধা দেননি। গত বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠানে সকলের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দেদার খাওয়াদাওয়া, নাচগান, হুল্লোড়ে মেতেছিলেন সকলে।

img

বিয়ের সময় ওয়াসিম প্রতিশ্রুতি দিয়েছেন, দুই স্ত্রীর প্রতিই সমান কর্তব্য পালন করবেন তিনি। সুখে, দুঃখে সবসময়ই তাঁদের পাশে থাকবেন। বিয়ের অনুষ্ঠানে দুই স্ত্রীর সঙ্গে ফটোশুট করেন। যে ছবি পরবর্তীতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

img

বিয়ের সমস্ত আচার, রীতি মেনেই নতুন অধ্যায়ে নতুন স্ত্রীর সঙ্গে পা রাখেন ওয়াসিম। তিনি জানিয়েছেন, 'ভারতে বিয়ে নিয়ে নানা ট্যাবু রয়েছে। কিন্তু আমার কাছে সংসারে ভাল থাকাটাই মূল উদ্দেশ্য। দু'জনেই প্রিয় বান্ধবী আমার। সারা জীবন একসঙ্গে থাকার জন্য ভালবাসার পাশাপাশি এমন সঙ্গী প্রয়োজন, যে আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে থাকবে আজীবন। তাই দু'জনকেই জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছি।'