ইউপিআই নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে জিএসটি, সমস্যায় পড়তে পারেন ছোটো ব্যবসায়ীরা

img

এসবিআই একটি রিপোর্ট সামনে নিয়ে এসেছে। সেটি সামনে আসার পর থেকেই সকলের মনে চিন্তার কালো মেঘ।

img

রিপোর্টে বলা হয়েছে যেখানে ছোটো ব্যবসায়ীরা ইউপিআই পেমেন্ট নিয়ে থাকেন তাতে তাদের সেখান থেকে প্রচুর টাকা লেনদেন হয়। সেখানে তাদের জিএসটি নিয়ে হয়তো কড়া কোনও অবস্থান নেওয়া হতে পারে।

img

সম্প্রতি কর্নাটক এবং বেঙ্গালুরুতে সমস্ত ছোটো ব্যবসায়ীদের হাতে জিএসটি নোটিশ এসেছে। ফলে তারা ইউপিআই লেনদেন থেকে সরে এসে নগদ লেনদেন চালু করেছেন।

img

ভারতের অর্থনীতির দিকে জিএসটি একটি বিরাট বড় দিক। সেখানে প্রায় সমস্ত সামগ্রীর ওপর জিএসটি রয়েছে। তবে যে হারে ছোটো ব্যবসায়ীদের হাতে ইউপিআই পেমেন্ট চলছে সেখান থেকে তাদের লেনদেনের অঙ্ক হয়েছে অনেকটা বেশি।

img

ফলে সেখান থেকে এতদিন ধরে তারা যে হারে নগদ লেনদেন করতেন এবার থেকে সেটি হবে না। ডিজিটাল লেনদেনের ফলে সেখানে সমস্ত টাকার অঙ্কই সরকারের নজরে থাকছে। ফলে সেখানে তাদের অনেক বেশি জিএসটি দিতে হবে।

img

সরকার মনে করছে যে পরিমান কর তাদের ঘরে আসা দরকার সেটি হচ্ছে না। এবার সেই টাকা নিতে হবে।

img

তবে এখানে সরকার চিন্তাভাবনা করছে যে ছোটো ব্যবসায়ীদের যাতে কোনও ক্ষতি না হয়। তারা যেন সঠিক জিএসটি দিয়েই তাদের কাজ করতে পারেন।

img

ইতিমধ্যে দেশের দুটি রাজ্যে ছোটো ব্যবসায়ীরা ইউপিআই লেনদেন বন্ধ করেছেন। তারা এখন নগদের পথে ফিরেছেন।

img

তবে এই নগদ লেনদেন সরকার তাদের করতে দেবে না। তাদেরকে অনলাইনে ফিরতেই হবে। সেখানে সরকারের সঙ্গে জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত মানতেই হবে সকল ছোটো ব্যবসায়ীদের।