অক্টোবরের শুরুতেই তুষারপাত! ৪ ডিগ্রিতে নামল পারদ, বরফের চাদরে ঢাকা পড়ল গুলমার্গ থেকে কেদারনাথ
Pallabi Ghosh
মঙ্গলবার, 07 অক্টোবর 2025
1
7
অক্টোবরের প্রথম সপ্তাহেই তুষারপাত। উত্তর ভারতের একাধিক পাহাড়ি শহর ঢাকা পড়ল সাদা বরফের চাদরে। বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন পর্যটকরা। অক্টোবরেই তুষারাবৃত পাহাড়ের দেখা পাওয়ায় আত্মহারা সকলে।
2
7
সপ্তাহের শুরুতেই মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, কাশ্মীর। কেদারনাথ থেকে গুলমার্গ, মানালি ধবধবে সাদা বরফের আস্তরণে ঢাকা পড়তেই আশার আলো দেখছেন স্থানীয়রা। চলতি মরশুমে পর্যটকদের ভিড় আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে।
3
7
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার সিন্থানে তুষারপাত হয়েছে সোমবার সকালেই। সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে গোটা পাহাড়ি এলাকা। অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের আরু ভ্যালিতেও তু্ষারপাতের সাক্ষী থাকলেন পর্যটকরা।
4
7
এদিন সকালে উত্তরাখণ্ডের চামোলি জেলার হেমকুন্ড সাহিব গুরুদ্বার বরফে ঢাকা ছিল। সাতসকালে শিখ পুণ্যার্থী ও পর্যটকেরা চমকে যান দৃশ্য দেখে। উত্তরাখণ্ডেও অক্টোবরে পর্যটকদের ভিড় জমে। কেদারনাথেও পুণ্যার্থীরা মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকলেন আজ।
5
7
বারমুল্লা জেলার গুলমার্গেও তুষারপাত শুরু হয়েছে গতকাল রাত থেকে। আজ সকালে বরফের চাদরে ঢাকা পড়ে বিস্তীর্ণ এলাকা। পর্যটকেরাও উত্তেজিত হয়ে যান এই দৃশ্য দেখে।
6
7
গুলমার্গ ছাড়াও এদিন তুষারপাত হয়েছে সোনমার্গ সহ আরও একাধিক পাহাড়ি এলাকায়। গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে উত্তর ভারতের রাজ্যগুলিতে। ভারী বৃষ্টির জেরেই এদিন তাপমাত্রার পারদ কয়েক ডিগ্রি নেমে যায়।
7
7
সোমবার গুলমার্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন শ্রীনগেরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে জম্মু ও কাশ্মীরের হাইওয়ে সহ একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। ধসের জেরে বন্ধ রয়েছে শ্রীনগর - জম্মু জাতীয় সড়ক।