ইপিএফও-তে টাকা তোলা এখন অনেক সহজ, তবে একটি সমস্যা থেকেই গেল
সুমিত চক্রবর্তী
বুধবার, 15 অক্টোবর 2025
1
9
নতুন নিয়মে কর্মীদের জন্য বড় পরিবর্তন আনল ইপিএফও। এখন থেকে সদস্যরা তাঁদের প্রভিডেন্ট ফান্ডের পূর্ণ অর্থ — অর্থাৎ কর্মী ও নিয়োগকর্তা, উভয়ের অবদান — ১০০% পর্যন্ত তুলতে পারবেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নয়াদিল্লিতে অনুষ্ঠিত সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ়ের ২৩৮তম বৈঠকে।
2
9
যদিও এই সিদ্ধান্ত প্রথমে স্বস্তিদায়ক মনে হচ্ছে, তবে সঙ্গে এসেছে একটি বড় পরিবর্তন — এখন থেকে PF-এর আগাম ফাইনাল সেটেলমেন্টের জন্য সদস্যদের অপেক্ষা করতে হবে ১২ মাস। আগে এই সময়সীমা ছিল মাত্র ২ মাস। আরও কঠোর হয়েছে পেনশন তোলার নিয়ম: আগের ২ মাসের বদলে এখন থেকে অপেক্ষা করতে হবে টানা ৩৬ মাস। EPFO জানিয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হল সদস্যদের স্বল্পমেয়াদি প্রয়োজনে অর্থ তোলার সুযোগ রাখা, কিন্তু দীর্ঘমেয়াদি সঞ্চয়ও যাতে বজায় থাকে তার ভারসাম্য রক্ষা করা।
3
9
আপাতভাবে এই পদক্ষেপ কর্মীদের জন্য সুবিধাজনক মনে হলেও, অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মতে এটি ভবিষ্যতে বিভ্রান্তি ও জটিলতা তৈরি করতে পারে।
4
9
বিশেষজ্ঞরা বলেছেন, “অপেক্ষার সময় বাড়ানো PF অ্যাকাউন্টের পূর্ণ বন্ধের হার কমাতে সাহায্য করবে, ফলে সদস্যরা একই UAN নম্বরে দীর্ঘমেয়াদে সংযুক্ত থাকবেন।” PF (এখন ১২ মাস) এবং EPS (এখন ৩৬ মাস)-এর জন্য আলাদা আলাদা সময়সীমা নির্ধারণ প্রক্রিয়াটিকে আরও জটিল করে তুলবে। আগে দুই ক্ষেত্রেই ২ মাস ছিল, এখন এই পার্থক্য অনেকের কাছে বিভ্রান্তিকর হতে পারে।
5
9
নতুন নিয়মে বিদেশে পাড়ি দেওয়া কর্মীদের জন্য বড় সমস্যা তৈরি হতে পারে। বিদেশে স্থানান্তরের সময় PF তোলার জন্য যোগ্যতা পেতে এত দীর্ঘ অপেক্ষা অত্যন্ত অসুবিধাজনক। এতে তাঁদের অর্থ তোলার প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ হবে।
6
9
যাঁরা চাকরি ছেড়ে নিজস্ব ব্যবসা শুরু করতে চান, তাঁদের জন্যও এটি বড় ধাক্কা হতে পারে। ‘স্টার্টআপ ইন্ডিয়া’ মিশনের জন্য এটি বাধা হয়ে দাঁড়াবে, কারণ তাঁরা অন্তত এক বছর পর্যন্ত তাঁদের PF সঞ্চয় থেকে অর্থ তুলতে পারবেন না।
7
9
আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল অনেক সদস্য তাঁদের PF অ্যাকাউন্টে ভুল বা অসঙ্গতি ধরতে পারেন কেবল তখনই যখন তাঁরা সম্পূর্ণ টাকা তোলেন। আগে যেখানে ২ মাস পরেই এই সমস্যাগুলি চিহ্নিত করা যেত, এখন সেটি ১২ মাস পর্যন্ত বিলম্বিত হবে।
8
9
পূর্ণ উত্তোলনই হল সেই ধাপ যেখানে PF অ্যাকাউন্টের মূল তথ্য যাচাই করা হয়। আগে দুই মাস পরেও ভুল ঠিক করতে প্রাক্তন নিয়োগকর্তার সাহায্য পাওয়া কঠিন ছিল। এখন ১২ মাস পর সেই সহযোগিতা পাওয়া আরও কঠিন হবে। এতে অনেক সদস্য জরুরি প্রয়োজনে তাঁদের অর্থে হাত দিতে না পেরে সমস্যায় পড়তে পারেন।
9
9
EPFO-র এই সিদ্ধান্ত তাই একদিকে যেমন দীর্ঘমেয়াদি সঞ্চয়কে উৎসাহিত করে, অন্যদিকে তাৎক্ষণিক প্রয়োজনে কর্মীদের জন্য নতুন আর্থিক চাপ ও বিভ্রান্তি তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, সরকারকে এখন এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে যা একদিকে PF সঞ্চয় রক্ষা করবে, অন্যদিকে জরুরি অবস্থায় সদস্যদের প্রয়োজনীয় অর্থপ্রাপ্তিও সহজ করবে।