ভাইরাল ‘আপত্তিকর’ ভিডিও! দশ নায়িকার গোপন মুহূর্ত ফাঁস হওয়ায় কম্পন বলিউডে

img

আজকাল ওয়েবডেস্ক: অভিনয়জগৎ মানে যেমন একদিকে বিনোদন তেমনই অন্যদিকে বিতর্ক। আর এই বিতর্ক বিভিন্ন সময়ে তৈরি হয় লিক হওয়া নানান ভিডিও এবং এমএমএসকে কেন্দ্র করে। এই ধরনের ঘটনা শুধু তাঁদের ব্যক্তিগত জীবনে নয়, সার্বিক ভাবে সাইবার নিরাপত্তা নিয়ে সচেতন হওয়ার জন্যও খুবই গুরুত্বপূর্ণ।

img

করিনা কাপুর ও শাহিদ কাপুর: যখন দুই তারকা সম্পর্কে ছিলেন, তখন তাঁদের একটি ঘনিষ্ঠ চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সেসময় ভিডিওটি নিয়ে মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে তারকারা এই ভিডিওর সত্যতা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি।

img

রিয়া সেন: অভিনেত্রী রিয়া সেন ও তাঁর তৎকালীন প্রেমিক আশমিত পটেল-এর একটি হোটেল রুমে তোলা এমএমএস ইন্টারনেটে ফাঁস হয়। দু’জনেই সেটিকে নকল ভিডিও বলে দাবি করেন। কিন্তু এই ঘটনার ফলে তাঁদের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ে।

img

প্রীতি জৈন: পরিচালক মধুর ভান্ডারকরের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকেই প্রীতি জৈন শিরোনামে ছিলেন। এর মাঝেই তাঁর একটি বিতর্কিত ভিডিও ফাঁস হয়ে যায়। তবে ভিডিওর সত্যাসত্য নিয়ে মুখ খোলেননি তিনি।

img

মোনা সিং: ‘জস্সি জ্যায়সী কই নহি’ খ্যাত মোনা সিং-এর একটি মরফড (বিকৃত) আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। মোনা দৃঢ়ভাবে একে ভুয়ো বলে দাবি করেন এবং আইনি পদক্ষেপ করেন।

img

হংসিকা মোতওয়ানি: হংসিকা মোতওয়ানির কিছু ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। অভিনেত্রী পরে জানান, তাঁর ফোন হ্যাক করা হয়েছিল। তার ফলেই ব্যক্তিগত ছবি ভাইরাল হয়ে যায়।

img

তৃষা কৃষ্ণান: দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণান-এর স্নানের ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। তৃষা একে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দেন, কিন্তু মিডিয়ায় বিতর্ক চলতেই থাকে।

img

অঞ্জলি অরোরা: ‘লক আপ’ রিয়্যালিটি শো খ্যাত অঞ্জলি অরোরা-র নামেও একটি ভাইরাল এমএমএস ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। অভিনেত্রী দাবি করেন, এটি ডিপফেক ভিডিও। কিন্তু তবুও তাঁর সামাজিক ভাবমূর্তিতে বড় ধাক্কা লাগে ঘটনায়।

img

অক্সারা হাসান: কমল হাসানের কন্যা অক্সারা হাসান-এর ঘনিষ্ঠ কিছু ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে যায়। কমল কন্যা থানায় অভিযোগ দায়ের করেন। বিবৃতি দিয়ে জানান, গোটা ঘটনায় তাঁর গোপনীয়তার লঙ্ঘিত হয়েছে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।

img

সঞ্জনা সিং: সঞ্জনা সিং-এর একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। অভিনেত্রী ভিডিওটির সত্যতা স্বীকার করেননি। দাবি করেন, তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা প্রচার করা হয়েছে।

img

মল্লিকা শেরাওয়াত: মল্লিকা শেরাওয়াত-এর নামে একটি এমএমএস ভিডিও ভাইরাল হয়। মল্লিকাও ভিডিওটি ভুয়ো এবং এটি ইম্পারসনেশনের (অনুকরণ) মাধ্যমে তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন।