সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি ছবি। কিন্তু ছবির বিষয়বস্তু কেবলমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য। সেই ছবিটিই দক্ষিণ এশিয়া তথা নেটফ্লিক্সের এবছরের অন্যতম সুপারহিট ছবি। ছবির বিষয়বস্তু জামাই এবং শাশুড়ি মায়ের নিষিদ্ধ প্রেম।
2
7
ছবিটির নাম নরমা। ইন্দোনেশিয়ার এই ছবিটি হলে মুক্তি পায় মার্চ মাসে। ক্রমে ছবির খ্যাতি ছড়িয়ে পড়ে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে। নেটফ্লিক্সে ছবিটি আছে অগাস্ট মাসে।
3
7
যে ঘটনার উপর ছবিটি নির্মিত সেটি অবশ্য বেশ কয়েক বছর আগের। ২০২২ সালে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের বাসিন্দা নরমা রিসমা নামের এক মহিলা টিকটিক ভিডিওতে ফাঁস করেন, তাঁর স্বামী এবং তাঁর মায়ের মধ্যে ‘অবৈধ সম্পর্ক’ রয়েছে।
4
7
ভিডিওটি সেই সময় মারাত্মক ভাইরাল হয়ে যায়। পারিবারিক কেচ্ছার কথা উঠে আসে বিভিন্ন প্রথমসারির সংবাদমাধ্যমের পর্দাতেও। এই ঘটনাকে সামনে রেখেই তৈরি হয়েছ ছবিটি। মুক্তির পর সেটি নিয়েও তুমুল উৎসাহ জনগণের।
5
7
প্রসঙ্গত, ইন্দোনেশিয়া সামাজিক এবং ধার্মিক দিক থেকে খুবই রক্ষনশীল বলে পরিচিত। পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার এই দেশে পরকীয়ার মতো বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলাও কঠিন। সম্প্রতি ব্যক্তিস্বাধীনতা নিয়ে আরও কট্টর অবস্থান নিয়েছে সে দেশের সরকার। সামনের বছর থেকে পরকীয়া শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হতে চলেছে। ধরা পড়লে নিদান থাকছে দীর্ঘ কারাবাসের।
6
7
ছবিতে দেখানো হয়েছে নরমা অর্ধনগ্ন অবস্থায় তাঁর স্বামী এবং মাকে দেখে ফেলেন। এছাড়াও জামাই এবং শাশুরির একাধিক ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে ছবিতে। এই দৃশ্যগুলি রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে ইন্দোনেশিয়ার রক্ষনশীল সমাজে।
7
7
নরমা ছবির বিষয়ে মুখ না খুললেও নির্মাতারা অবশ্য জানাচ্ছেন, এমন বহু ঘটনাই লোকচক্ষুর আড়ালে ঘটে। কামের তাড়নায় নানান সম্পর্কে জড়িয়ে পড়ে মানুষ যা কখনও হয়তো আইনের ভয়ে প্রকাশ্যে আসে না। সেই বিষয়টিকেই তুলে ধরেছে এই ছবি।