২০২৬ থেকে ৩১, আগামী পাঁচ বছর, বিকেন্দ্রীকরণ সূত্র নির্ধারণের দায়িত্বপ্রাপ্ত ১৬তম অর্থ কমিশন গত মাসে সরকারের কাছে তাদের সুপারিশ জমা দিয়েছে। অর্থাৎ, তাতে বলা হয়েছে, এই সময়কালে একটি রাজ্য কর হিসেবে কত টাকা দেবে কেন্দ্রকে। আর কেন্দ্রই বা কত টাকা ফিরিয়ে দেবে রাজ্যগুলিকে।
2
8
২০২৬ সালের ১ এপ্রিল থেকেই নয়া প্রাপ্যহার কার্যকর হওয়ার কথা। তবে এর মধ্যেই সামনে এসেছে বড় তথ্য। সর্বভারতীয় সংবাদ মাধ্যম 'দ্য হিন্দু' একটি প্রতিবেদনে উল্লেখ করেছে, দেশে এমন বেশ কয়েকটি রাজ্য রয়েছে, যারা কেন্দ্রকে কর বাবদ যে টাকা দিয়েছে, তুলনায় কেন্দ্রর থেকে ফেরত পেয়েছে কম।
3
8
এর একেবারে বিপরীত ঘটনাও বেশকিছু রাজ্যের ক্ষেত্রে ঘটে বলে উল্লেখ করা হয়েছে।
4
8
'দ্য হিন্দু'র প্রতিবেদনে উল্লিখিত, সংসদে সরকারের দেওয়া তথ্যের বিশ্লেষণে দেখা গিয়েছে, তালিকায় এমন সাতটি রাজ্য রয়েছে, যারা কর বেশি দিলেও, কেন্দ্র তাদের ফেরত দেয় কম।
5
8
তথ্য, ২০২০-২১ এবং ২০২৪-২৫ সময়কালে মহারাষ্ট্র মোট রাজস্বের ৩৬.১ শতাংশ দিয়েছিল কেন্দ্রকে। কিন্তু কেন্দ্র মোট করের কেবল ৬.৬৫ শতাংশ ফিরিয়ে দেয় মারাঠভূমকে।
6
8
গুজরাট, হরিয়ানা, তামিলনাড়ু, তেলঙ্গানাও বেশি কর দিয়ে কম টাকা পেয়েছে কেন্দ্রর থেকে।
7
8
অন্যদিকে, একেবারে বিপরীতে, উত্তরপ্রদেশ। ২০২০-২১ থেকে ২০২৪-২৫ সালের মধ্যে দেশে মোট সংগৃহীত করের ৪.৬% দিয়েছিল যোগীর রাজ্য, কিন্তু এই সময়ের মধ্যে কেন্দ্র কর্তৃক ভাগ করা করের ১৫.৮% উত্তরপ্রদেশ ফেরত পেয়েছে।
8
8
কীসের ভিত্তিতে তাহলে কর ফেরায় কেন্দ্র? তথ্য, কোনও এক রাজ্যের আয়তন, জনসংখ্যা, জনবিন্যাসের প্রকৃতি, কেন্দ্রীয় কোষাগারে সংশ্লিষ্ট রাজ্যের অবদান-সহ মোট ছ'টি পয়েন্টের উপর বিচার করা হয়, সেই রাজ্যকে কেন্দ্র মোট করের কত শতাংশ ফিরিয়ে দেবে, তা।