বিরাট কোহলি, রোহিত শর্মা যুগ শেষের পর বর্তমানে ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হয়েছেন শুভমান গিল। ইংল্যান্ড সফরে গিয়ে স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি।
2
8
ইতিমধ্যেই, প্রথম দুটো টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি সেঞ্চুরি করে ফেলেছেন। যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরি রয়েছে। বার্মিংহাম টেস্টে ভরতের ৩৩৬ রানে রেকর্ড জয়ের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে গিল।
3
8
শুভমান গিল বহুদিন ধরেই চর্চায় রয়েছেন। তাঁর খেলার ধরন, মাঠের বাইরেও গিলের জীবন নিয়ে নানা চর্চা হয়েছে। ২৫ বছর বয়সী গিল আয়ের দিক থেকেও অনেক এগিয়ে অন্যদের তুলনায়।
4
8
জানা গিয়েছে, ভারতীয় দলের নতুন টেস্ট দলের অধিনায়কের মাসিক আয় প্রায় ৫০ লক্ষ টাকার বেশি। বার্ষিক আয় ৪ থেকে ৭ কোটি টাকার আশেপাশে।
5
8
শুভমানের কাছে একাধিক দামি ও বিলাসবহুল গাড়ি রয়েছে। রয়েছে রেঞ্জ রোভার ভেলার, মার্সিডিজ বেঞ্জ E350 এবং মাহিন্দ্রা থার।
6
8
গিল আইপিএলে খেলেন গুজরাট টাইটান্সের হয়ে। গোটা মরশুমে তাঁর পারিশ্রমিক ১৬.৫ কোটি টাকা। পাশাপাশি, চুক্তির কারণে আইপিএলের সময়ে বিভিন্ন ব্র্যান্ডের এনডোর্সমেন্ট করতে হয়।
7
8
পাশাপাশি, বিসিসিআইয়ের গ্রেড-এ চুক্তিতে থাকার কারণে বছরে ৭ কোটি টাকা আয় করেন শুভমান। একাধিক নামীদামী ব্র্যান্ডের বিজ্ঞাপন করেও মোটা অঙ্কের উপার্জন করেন।
8
8
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে শুভমন গিলের সম্পত্তির পরিমাণ প্রায় ৩৪ কোটি টাকায় পৌঁছেছে। ক্রিকেট, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং বিনিয়োগ থেকে বর্তমানে বিশাল টাকার মালিক তিনি।