বছর শেষে রীতিমত খেল দেখাবে বাপ বেটায়! বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, সূর্যের পুত্র হলেন শনি। এমনিতে দুইয়ের যে বিশেষ ভাল সম্পর্ক সেটা নয়। তবে ২০২৫ শেষ হওয়ার আগে তাঁদের কারণেই তৈরি হচ্ছে এক বিরল যোগ। আর তারই সুফল পাবেন কিছু রাশির মানুষেরা।
2
5
শনি মার্গী হওয়ার পর ৭ ডিসেম্বর সূর্য এবং তার মধ্যে ১০০ ডিগ্রির দূরত্ব হবে। আর তাতেই তৈরি হবে শতাঙ্ক যোগ। ৩০ বছর পর এই বিরল যোগ তৈরি হচ্ছে আবার, আর এর কারণে কিছু রাশির কর্মক্ষেত্রে পদোন্নতি হবে, সাফল্য আসবে। ব্যক্তিগত জীবনেও সুসময় আসবে। তালিকায় আছেন কোন কোন রাশির জাতকেরা?
3
5
বৃশ্চিক: ব্যবসা থেকে চাকরি, শিক্ষা, অর্থ; সমস্ত ক্ষেত্রেই এই যোগের কারণে লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতকেরা। সমাজে আপনার প্রভাব, প্রতিপত্তি বাড়বে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে চাকুরীজীবীদের।
4
5
কুম্ভ: হঠাৎ ধনপ্রাপ্তির যোগ রয়েছে এই রাশির জাতকদের। আপনার বস আপনার কাজে প্রসন্ন হবেন এই সময়, ফলে পদোন্নতির সুযোগ আসতে পারে। আপনার থেকে পরামর্শ নিতে পারেন লোকজন। আয় বৃদ্ধি হতে পারে।
5
5
মীন: এই সময় ভাগ্য আপনার সহায় থাকবে। যাতে হাত দেবেন, তাতেই সোনা ফলবে। প্রতিটি ক্ষেত্রেই সফলতা পাবেন এই রাশির জাতকেরা। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। আয় বৃদ্ধির যোগ রয়েছে। উচ্চশিক্ষার কারণে বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। পরিবারের থেকে সাহায্য পাবেন বিভিন্ন বিষয়ে।