শুক্রবার দলের লোকসভার সাংসদদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তবে শুক্রের বৈঠকেও যোগ দিলেন না শশী থারুর।
2
6
দলীয় সূত্রের খবর, থারুর যে উপস্থিত থাকতে পারবেন না এদিনের বৈঠকে, তা নাকি আগেই জানিয়েছিলেন দলকে। তবে তাতে চর্চা থেমে থাকছে না।
3
6
সাম্প্রতিককালে থারুরের একাধিক মন্তব্যে অস্বস্তি বেড়েছে হাত শিবিরের। এর আগেও তিনি হাত শিবিরের বৈঠক এড়িয়ে গিয়েছেন। ১ডিসেম্বরের বৈঠকও এড়িয়ে গিয়েছিলেন তিনি। যদিও তার জবাবে কংগ্রেস নেতা জানিয়েছিলেন, তিনি ইচ্ছাকৃতভাবে কংগ্রেসের বৈঠক এড়িয়ে যাননি।
4
6
তাঁর যুক্তি ছিল, তিনি বৈঠকের সময় কেরল থেকে ফিরছিলেন। বিমানে ছিলেন। শীতকালীন অধিবেশনের আগে দলের কৌশল নিয়ে আলোচনার জন্য সোনিয়া গান্ধীর সভাপতিত্বে হওয়া ওই বৈঠকে থারুরের অনুপস্থিতি রাজনৈতিক মহলে বেশ আলোড়ন ফেলেছিল সেই সময়ে।
5
6
তার আগে তিনি যেহেতু স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)ইস্যুতে কংগ্রেসের বৈঠকেও অনুপস্থিত ছিলেন। ফলে পরপর একাধিক বৈঠকে অনুপস্থিত থাকার কারণে, থারুর নিয়ে জোর চর্চা হাত শিবিরে এবং তার বাইরেও।
6
6
অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মানে রাষ্ট্রপতির আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় একমাত্র কংগ্রেস নেতা হিসেবে আমন্ত্রিত ছিলেন। সেই সময়েও দলীয় নেতা-নেত্রীদের ক্ষোভের মুখে পড়েছিলেন বলে খবর সূত্রের। কংগ্রেস মুখপাত্র পবন খেরা থারুরের প্রতি কটাক্ষও করেছিলেন। তাতেই স্পষ্ট হয় দলের অভ্যন্তরীণ ক্ষোভের বিষয়টি।