ভারতের রাজধানী দিল্লিতে বহু ঐতিহাসিক স্থাপত্য রয়েছে। দেশ বিদেশ থেকে বহু পর্যটক প্রতিবছর আসেন ঘুরতে। এই সব স্থাপত্যগুলির মধ্যে অন্যতম হল লালকেল্লা।
2
9
এই ঐতিহ্যবাহী স্থাপত্যটি তৈরি করেছিলেন মোঘলশাসক শাহজাহান। কিন্তু এর বিষয়ে আপনি কী কী জানেন?
3
9
প্রাথমিক ভাবে কেল্লাটি সাদা এবং লাল রঙের ছিল। কারণ কিছু অংশ লাইমস্টোন দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু যখন ব্রিটিশদের নজরে আসে যে, সাদা অংশগুলি ফ্যাকাসে হয়ে যাচ্ছে তখন সেই অংশগুলিকেও লাল রঙ করে দেওয়া হয়।
4
9
কেল্লাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে যদি কোনও বিশেষ ঘরে অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করতেন তখন স্পষ্ট ভাবে শোনা যেত। কেল্লার প্রতিটি ঘরের ডিজাইন এবং প্রতিটি দেওয়াল বিশেষ কোণে তৈরি করা হয়েছে বলেই এই সুরক্ষা ব্যবস্থা।
5
9
কেল্লার পাশ দিয়েই একসময় খরস্রোতা যমুনা নদী বয়ে যেত। শাহজাহান যাতে নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন সেজন্যই নদীর তীরে এই কেল্লা তৈরি করেছিলেন।
6
9
বিখ্যাত ময়ূর সিংহাসন ছিল এই কেল্লাতেই। এই ময়ূর সিংহাসনেই রাখা ছিল কোহিনূর হীরে। এই কোহিনূরকেই নাদির শাহ ১৭৩৯ সালে পারস্য আক্রমণ সময় লুট করে নিয়েছিলেন।
7
9
১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা লালকেল্লাকে কারাগারে পরিণত করেছিল। শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে এখানে বন্দি করে রাখা হয়েছিল।
8
9
গল্পগাঁথা অনুযায়ী, লালকেল্লার নীচে গুপ্ত সুড়ঙ্গ রয়েছে। যেগুলি সরাসরি আগ্রা কেল্লায় গিয়ে শেষ হয়েছে। এগুলি পালানোর পথ হিসেবে তৈরি করা হয়েছিল। যদিও সুড়ঙ্গগুলির অস্তিত্ব আজও প্রমাণিত হয়নি।
9
9
লালকেল্লা ইউনেস্কোর ওয়ার্লড হেরিটেজ সাইট। ২০০৭ সালে এই সম্মান পায় কেল্লাটি।