এক স্পার্ম ডোনারের কীর্তিতে এখন ইউরোপ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এই ব্যক্তি যে স্পার্ম ডোনেট করেছিলেন তাতে ক্যান্সারের ধরণ ছিল। সেখান থেকেই ঘটে বিরাট বিপত্তি।
2
8
তার দান করা স্পার্ম ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন অংশে ছড়িয়ে গিয়েছে। এর জেরে প্রচুর শিশুর মৃত্যু ঘটেছে। এরা সকলেই সেই স্পার্ম থেকেই জন্ম নিয়েছিল।
3
8
বিবিসি-র রিপোর্ট অনুসারে এই ব্যক্তি তার ছাত্র অবস্থায় স্পার্ম দান করেছিলেন। সেটি ছিল ২০০৫ সাল। এরপর সেটি স্পার্ম সংরক্ষণ কেন্দ্রে রাখা ছিল।
4
8
চিকিৎসা বিজ্ঞান বলছে যে স্পার্ম তিনি দান করেছেন সেকানে টিপি ৫৩ জিন ছিল। এই জিন অতি সহজেই দেহে টিউমার তৈরি করে। ফলে তার স্পার্ম থেকে যাদের জন্ম হয়েছে তারা সকলেই ক্যান্সারে ভুগছে বা মারা গিয়েছে।
5
8
যে জিন এখানে ছিল সেখানে দেহে ক্যান্সার তৈরির সম্ভাবনা ৯০ শতাংশ। সেটাই বাস্তবে হয়েছে। ইউরোপীয়ান সোসাইটি অফ হিউম্যান জেনেটিক্স এমন ৬৭ টি শিশুকে চিহ্নিত করেছে যারা এরফলে মারা গিয়েছে।
6
8
যদিও যে ব্যক্তি স্পার্ম দান করেছেন তিনি বহাল তবিয়তে রয়েছেন। তবে তার দেওয়া স্পার্ম ইতিমধ্যে ১৪ টি দেশে ছড়িয়ে পড়েছে। যেখানে এটি সংরক্ষিত ছিল তারা এবিষয়ে গভীর শোকপ্রকাশ করেছেন।
7
8
শেষ খবর মেলা পর্যন্ত প্রায় ২০০ জন শিশুর জন্ম হয়েছে এই স্পার্ম থেকে। তাদের সকলের খোঁজ করার চেষ্টা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে শোরগোল পড়েছে গোটা ইউরোপে।
8
8
তবে যে ব্যক্তি স্পার্ম দান করেছিলেন তিনি কীভাবে বহাল তবিয়তে রয়েছেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। চিকিৎসকরা বলছেন এটি জিনগত বিবর্তনের একটি অংশ।