মদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল এই দেশে....
নিজস্ব সংবাদদাতা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৯ : ৪২
শেয়ার করুন
1
5
সৌদি আরব ধীরে ধীরে মদ বিক্রি সংক্রান্ত নিয়ম শিথিল করার পথে আরও এক ধাপ এগোল। জানা গেছে, এখন থেকে মাসে অন্তত ৫০ হাজার সৌদি রিয়াল (প্রায় ১৩,৩০০ ডলার) আয় করা অ-মুসলিম বিদেশি বাসিন্দারা নির্দিষ্ট শর্তে মদ কিনতে পারবেন।
2
5
সূত্রের দাবি, রিয়াধে অবস্থিত দেশের একমাত্র সরকারি মদের দোকানে ঢুকতে হলে বাসিন্দাদের বেতন সংক্রান্ত সার্টিফিকেট দেখিয়ে আয়ের প্রমাণ দিতে হবে।
3
5
ওই দোকানটি প্রথমে শুধুমাত্র বিদেশি কূটনীতিকদের জন্য চালু হয়েছিল। পরে ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ মর্যাদা থাকা অ-মুসলিমদের জন্যও তা খুলে দেওয়া হয়। বর্তমানে সেখানে মাসিক কোটা ব্যবস্থায় মদ কেনার অনুমতি দেওয়া হচ্ছে।
4
5
সৌদি সরকারের পক্ষ থেকে এই পরিবর্তন নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সোমবার এ বিষয়ে জানতে চাওয়া হলেও সরকারি মহল থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। এরই মধ্যে ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, দেশের আরও দু’টি শহরে নতুন মদের দোকান তৈরির কাজ চলছে।
5
5
বিশেষজ্ঞদের মতে, সামাজিক বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করার এই প্রক্রিয়া সৌদি আরবের বৃহত্তর অর্থনৈতিক রূপান্তরের কৌশলেরই অংশ। বিদেশি বিনিয়োগ ও দক্ষ কর্মী আকর্ষণের লক্ষ্যে রিয়াধকে আরও প্রতিযোগিতামূলক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে দেশটি যা মহিলাদের গাড়ি চালানোর অনুমতি, প্রকাশ্য বিনোদন, পর্যটন ও সামাজিক উদারতার মতো সাম্প্রতিক সংস্কারের ধারাবাহিকতাকেই তুলে ধরে।