মুদ্রানীতি কমিটির তিন দিনের বৈঠকে কি রেপো রেট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে? নজর ছিল সেদিকে। শুক্রবার আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা রেপো রেট নিয়ে বিরাট ঘোষণা করলেন।
2
6
জানিয়ে দিলেন, ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমাচ্ছে আরবিআই। অর্থাৎ, চলতি বছরে, এই নিয়ে চারবার রেপোরেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
3
6
এর আগে, ফেব্রুয়ারিতে ২৫ বেসিস পয়েন্ট, এপ্রিলে ২৫ বেসিস পয়েন্ট এবং জুন মাসে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়। ডিসেম্বরের হিসেব মিলিয়ে, ২০২৫-এ ১২৫ বেসিস পয়েন্ট কমল রেপো রেট।
4
6
রেপো রেট আদতে কী? রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তাই হল রেপো রেট।
5
6
এই রেপো রেট কমার ফলে, ব্যাঙ্কগুলির ঋণে কমে যাবে সুদের হার। ফলে তা স্বস্তি দেবে মধ্যবিত্তকে।
6
6
রেপো রেট কমা ফলে, সাধারণের গাড়ি-বাড়ি-সহ নানা খাতে ঋণে সুদের হার কমে যাবে।