‘তোমার পুরনো ছবি দেখেছি…’! প্লাস্টিক সার্জারি নিয়ে উর্বশীকে ‘খোঁচা’ রাখির
নিজস্ব সংবাদদাতা
৯ নভেম্বর ২০২৫ ১৫ : ১৬
শেয়ার করুন
1
6
অভিনেত্রী উর্বশী রাউতেলা গত কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাঁর নতুন ছবি ‘ডাকু মহারাজ’ ২০০ কোটিরও বেশি আয় করে শিরোনামে এসেছিল। তবে সিনেমার সাফল্যের পাশাপাশি, তাঁর ব্যক্তিগত মন্তব্য নিয়েও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
2
6
সম্প্রতি উর্বশী দাবি করেছিলেন, তিনি কখনও কোনও কসমেটিক সার্জারি করাননি এবং তিনি প্রাকৃতিক ভাবেই সুন্দর। এই বক্তব্যেই যেন আগুনে ঘি ঢেলেছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
3
6
এক সাক্ষাৎকারে রাখি বলেন, “অনেকেই এখন গোপনে সার্জারি করাচ্ছে, কিন্তু কেউই খোলাখুলি বলতে চায় না। অনেকে তো হাতের তালুর হাড়ও ভেঙে কোমর সরু করাচ্ছে — এই ট্রেন্ড এখন বেশ জনপ্রিয়! চিন, ভুটান, ব্যাংকক, আমেরিকা, কানাডা— সর্বত্রই যায় ওরা এইসব করাতে। কিন্তু কেউ বলে না, কারণ ভাবে, ‘কেন বলব ভাই, আমার রুটিরুজি তো ভালই চলছে!’”
4
6
এরপর উর্বশীকে নাম না করে তির্যকভাবে বলেন, “কিন্তু কিছু মানুষ না বলে থাকতে পারে না। উর্বশীর মতোই সবাই ঘোষণা করে, ‘আমি তো জন্মগতভাবেই এমন!’ উর্বশী, তোমার পুরনো ছবিগুলো আমরা দেখেছি বোন! সকলে একটু পুরনো ছবি দেখো না, বুঝে যাবে!”
5
6
রাখি আরও বলেন, “দেখো ভাই, সার্জারি করা বা না-করা— এটা একদম ব্যক্তিগত ব্যাপার। যদি তাতে তুমি ভালো দেখতে হও, কাজ পাও, তাহলে করতেই পারো। শরীরটা তো তোমার নিজের, এটা তো কেউ ধার নেয়নি!”
6
6
নিজের সার্জারি নিয়েও রাক্ষি অকপটে স্বীকার করে বলেন, “আমার কিছু করাতে ইচ্ছা হলে করাব, আমার শরীর আমার নিয়ম! কে আটকাবে? বলিউডে ১০০০ শতাংশ সবাই কিছু না কিছু করিয়েছে। আমায় তো অনেকে ‘প্লাস্টিক’ বলে ডাকে, জানি না কেন! কিন্তু আমি বলি, যা ঈশ্বর দেননি, সেটা ডাক্তার দিয়ে দিয়েছেন — তাতেই বা দোষ কোথায়?”